শিরোনাম:
●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া ●   যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ ●   মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন ●   জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু ●   নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের প্রাণহানি ●   জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে বিজয় দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর ●   কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন ●   দীপংকর তালুকদার এর অবৈধ সম্পদের তদন্তে নেমেছে দুদক ●   ঈশ্বরগঞ্জে বিজয় দিবস পালিত
রাঙামাটি, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গিয়ার ভিআর উন্মুক্ত করল স্যামসাং
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গিয়ার ভিআর উন্মুক্ত করল স্যামসাং
বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গিয়ার ভিআর উন্মুক্ত করল স্যামসাং

---
অনলাইন ডেক্স :: বাংলাদেশের বাজারে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য গিয়ার ভিআর উন্মুক্ত করল প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হওয়া ‘স্মার্টফোন এবং ট্যাব এক্সপো-২০১৬’ তে প্রথমবারের মতো স্যামসাং গিয়ার ভিআর হেডসেট দেখলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও টেস্ট দলের অধিনায়ক ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিক স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
গিয়ার ব্র্যান্ডের এই ভারচুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং লি বলেন, ‘এবারের মেলায় আমরা নতুন একটি পণ্য নিয়ে এসেছি। ভারচুয়াল রিয়েলিটির এই লাইফস্টাইল পণ্যের নাম গিয়ার ভিআর। বাংলাদেশের ক্রেতাদের জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা হবে বলে আমার বিশ্বাস।’

মুশফিকুর রহিম বলেন, ‘আমি সরাসরি প্র্যাকটিস থেকে এসেছি। মেলায় এসেছিলাম স্যামসাংয়ের গিয়ার ভিআর পরখ করে দেখতে। এটি দেখে আমি আর পলক ভাই (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী) দুজনেই মুগ্ধ।’

কী এই ভিআর?
স্যামসাং কর্তৃপক্ষ বলছে, যাঁরা গেম খেলতে পছন্দ করে তাঁদের জন্য বিশেষ উপযোগী এই ভারচুয়াল রিয়েলিটি (ভিআর)। এর মধ্য দিয়ে কৃত্রিম জগৎ সহজেই উপভোগ করা যায়। স্যামসাং এবং বিভিন্ন ধরনের ভিআর নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস তৈরি করেছে গিয়ার ভিআর হেডসেট। স্যামসাংয়ের এই গিয়ার ভিআর হেডসেটটি বাজারের সর্ব প্রথম হেডসেট নয়। তবে এরই মধ্যে মাথায় পরিধানযোগ্য এই ভিআর হেডসেটটি মূলধারার মানুষের আগ্রহের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্যামসাং অকুলাসের সঙ্গে একত্র হয়ে গিয়ার ভিআর হার্ডওয়্যার এবং সফটওয়্যার লাইব্রেরি তৈরি করেছে। হেডসেটটি সহজেই বহনযোগ্য হওয়ায় স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন মুভি ও গেমস খেলা যাবে। তবে এর জন্য স্মার্টফোন দরকার হবে। হেডসেটটি স্যামসাং এর গ্যালাক্সি নোট ৫, গ্যালাক্সি এস ৬, গ্যালাক্সি এস ৬ এজ, গ্যালাক্সি এস ৬ এজ প্লাসসহ ২০১৬ সালে উন্মুক্ত হতে যাওয়া গ্যালাক্সি এ ৫ এবং এ ৭ এর মতো কয়েকটি নির্দিষ্ট মডেলে ব্যবহার করা যাবে। হেডসেটটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। হেডসেটটি জাইরো, এক্সিলেরোমিটার ও প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কৃত্রিম জগৎকে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসে। হেডসেটটি ওজনে খুবই হালকা। হেডসেটটিকে মাথায় বাঁধার জন্য এতে আছে দুটি স্ট্রাপ। সবসহ হেডসেটটির ওজন মাত্র ৩২০ গ্রাম। এর মূল অংশটি সাদা প্লাস্টিকের তৈরি। এই সাদা অংশটির ডান পাশে রয়েছে টাচ সেন্সেটিভ ডি প্যাড এবং রিসেট বাটন। টাচ প্যাডের মধ্যস্থলেই রয়েছে একটি অতিরিক্ত বাটন, যা বাটনটি খুঁজে পেতে সাহায্য করবে। এই বাটনটি মেনু আইটেম নির্ধারণে ব্যবহৃত হয় এবং গেম খেলার সময় অ্যাকশন বাটন হিসেবে কাজ করে। ভারচুয়াল রিয়েলিটি উপভোগের জন্য নির্দিষ্ট মডেলের স্মার্টফোনটিকে হেডসেটটির কালো প্লাস্টিকের অংশটিতে প্রবেশ করাতে হবে। হেডসেটটির এই অংশটি সহজেই খোলা ও লাগানো যায়। হেডসেটের কালো অংশটি খুলে স্মার্টফোনটি বসিয়ে আবার কালো অংশটি আটকে দিতে হবে। চোখে চশমা দিয়ে ভিআর হেডসেটটি ব্যবহার না করাই ভালো। তবে লেন্স ব্যবহার করে হেডসেটটি ব্যবহার করা যাবে। ডানদিকের টাচপ্যাড ও রিসেট বাটনের সামনেই আছে ভলিউম কন্ট্রোলার।
হেডসেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্যালাক্সি এস ৬, এস ৬ এজ, এস ৬ প্লাস এবং নোট ৫ ব্যবহারে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই। এর চার কোনায় রয়েছে তিনটি ভিন্ন ধরনের রাবার ট্যাব, যা ফোনটিকে নিরাপদ রাখবে। মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ফোনটিকে হেডসেটের সঙ্গে যুক্ত করা হবে। গিয়ার ভিআর এর ডান দিকে রয়েছে একটি মেইল মাইক্রো ইউএসবি প্লাগ যা ফোনের ইউএসবি পোর্টের সঙ্গে যুক্ত থাকবে। প্লাগযুক্ত সেকশনটিতে রয়েছে এ ও বি নামের দুটি অপশন। অপশন এ রাখা হয়েছে নোট ৫ ও এস ৬ এজ প্লাস এর জন্য; আর অপশন বি হচ্ছে এস ৬ এবং এস ৬ এজ এর মতো ছোট ফোনগুলো ব্যবহারের জন্য। ভিডিও দেখার পাশাপাশি শব্দ শুনতে হেডসেটটির ভলিউম টোগল বাটনের পাশেই রয়েছে আলাদা একটি গ্যাপ যা দিয়ে ফোনের হেডফোনটি সরাসরি গিয়ার ভিআরের ভেতরে থাকা ফোনটির সঙ্গে যুক্ত করা যাবে।
হেডসেটটির নিচের ডানদিকে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যা দিয়ে হেডসেটের ভেতরে থাকা স্মার্টফোনটিকে চার্জ দেওয়া যাবে। গিয়ার ভিআর এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা সহজেই যে কোনো মুখের সঙ্গেই মানিয়ে যাবে।
হেডসেটটির ভেতরে রয়েছে দুটি লেন্স, যার মধ্য দিয়ে স্ক্রিনের দিকে তাকাতে হবে। এই লেন্সগুলো ব্যবহারকারীকে ৯৬ ডিগ্রিতে দেখার অভিজ্ঞতা দেবে। ৩.৫ সেন্টিমিটার চওড়া এই লেন্সগুলোর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে ২ সেন্টিমিটার। লেন্সগুলোর মধ্যবর্তী স্থানে রয়েছে একটি ছোট সেন্সর, যা অব্যবহৃত সময়ে গিয়ার ভিআরের ভেতরে থাকা ফোনটিকে পাওয়ার সেভিং মোডে পাঠিয়ে দিয়ে ব্যাটারির চার্জ সংরক্ষণে সাহায্য করে।
কবে পাওয়া যাবে?
আজ বৃহস্পতিবার দেশের বাজারে ভিআর উন্মুক্ত করলেও এটি বিক্রি শুরু হতে কিছুটা দেরি করার কথা জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বাজারে এর দাম ৯৯ মার্কিন ডলার হলেও বাংলাদেশের বাজারে এর দাম এখনো ঠিক করেনি প্রতিষ্ঠানটি। তবে এর দাম ১৫ হাজার টাকার কম হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।





আর্কাইভ