মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে মারমা সম্প্রদায়রা নদী পূজা করেছে
রোয়াংছড়িতে মারমা সম্প্রদায়রা নদী পূজা করেছে
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে অশুভ শক্তিকে প্রতিরোধ করার বিশ্বাস নিয়ে মারমা সম্প্রদায়রা নদী পূজা করেছে। আজ মঙ্গলবার ১৪ মে মঙ্গলবার সকালে রোয়াংছড়ি উপজেলার ৩৩৮নং মৌজার হেডম্যান চসিং প্রু মারমার নেতৃত্বে পুজারীরা নদী পূজায় অংশগ্রহণ করেন। পুজার শুরুতে উজানী পাড়া দেবীর সীমা ঘর (রোওয়া সাঙমা চাঙ) এর পূজা দেয়া হয়। পরে এক এক করে মাহাঃগী সাঙ মাহ্ (১নং রোয়াংছড়ি ইউপি পেছনের বড় গাছ), রিগ্রাইক্ষ্যং আঙু (রিগ্রইক্ষ্যং মুখ), শেষে রিগ্রইক্ষ্যং ছোইনাহ্ এ পূজা দিয়ে নদী পূজা সম্পন্ন করা হয়।
পাড়াবাসীদের সূত্রে জানা গেছে, সবুজের ঘেরা পাহাড় পরিবেশে অশুভ শক্তি ভূত প্রেত আত্মার প্রভাব বিস্তার করতো ও পাড়াবাসীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই অশুভ শক্তির হাত থেকে রেহাই পেতে সৎ আত্মাদের সহায়তা পাওয়ার জন্য এই নদী পূজা (ক্ষ্যং ফুহ) পালন করে আসছে তারা। বান্দরবান জেলায় রাজার শাসন আমল প্রয় শত বছর আগে থেকেই নদী পূজা হয়ে আসছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে এই নদী পূজা শ্রদ্ধের সাথে পালন করছে করছে পাড়া বাসীরা। পুজাতে ভাত, কলা, বিস্কুট, নারিকেল, গুড়, মুড়ি ও ফুল এই সাত প্রকার বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে নদী পূজা করে থাকে। মারমা সম্প্রদায়ের প্রবিণদের মতে প্রতি বছর মারমাদের নতুন বছরে পর্দাপণ হওয়ার পর জারুল ও কৃষ্ণ চূড়া ফুল ফুটলেই এই পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে।
বান্দরবানের রোয়াংড়িতে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৪ মে সকাল ১১ টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রোয়ংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মো. নুরুন নবী, তথ্য আপা প্রকল্পের রোয়াংছড়ি উপজেলা তথ্য কর্মকর্তা সাথী রানী রায়সহ স্থানীয় মহিলারা।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মহিলাদের ক্ষমতায়ন বিষয় নিয়ে বলেন, অনেক ক্ষেত্রে মহিলারা ঘরের বাইরে বের হতে পারেনা। সেই জন্য মহিলাদেরও তথ্য প্রযুক্তির বিষয়ে শিক্ষা নিয়ে ঘরে বসেই কাজ করা যাবে। তিনি বলেন, তথ্য বিষয় নিয়ে যে কাজগুলো বুঝতে পারবেন না তা উপজেলা তথ্য কর্মকর্তা থেকে বুঝে নেয়ার অনুরোধ করেন।