বুধবার ● ১৫ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » থানচি বলিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
থানচি বলিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে থানচি-বান্দরবান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ মে) রাত ১০ টায় বলিপাড়ার স্থানিয় এনজিও (বিএনকেএস) অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত যুবকের নাম মংশৈসাই মারমা (১৮)। সে থানচি উপজেলার ঙাইক্ষ্যং পাড়ার উহ্লাচিং মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মংশৈসাই মারমার দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিএনকেএস অফিসের সামনে রাস্তার পাশে একটি সেগুন গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের উপরে পড়ে যায়। এতে মারাত্তক ভাবে তার মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই মংশৈসাই মারমার মৃত্যু হয়।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আমিনুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বলিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানাযাবে।
লামায় পানিতে ডুবে প্রতিবন্ধী যুবতীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় খালের পানিতে ডুবে সাবিনা আক্তার (২৫) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৫ মে সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা লামাখালের বারেক মেম্বার ঘাটে এ ঘটনা ঘটে। সাবিনা আক্তার রুপসী বাজার পাড়ার বাসিন্দা ছিদ্দিক জমাদ্দারের মেয়ে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাবিনা আক্তার খালের ঘাটে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করেন স্বজনেরা।
স্থানীয়রা জানায়, সাবিনা আক্তার মানসিক প্রতিবন্ধী ছিল। সকালে গোসল করতে খালে নামলে সে পানিতে ডুবে যায়। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।