রবিবার ● ১৯ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বোমা বিস্ফোরণে নিহত সৈনিক জাহিদ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বান্দরবানে বোমা বিস্ফোরণে নিহত সৈনিক জাহিদ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে শেল বোমা বিস্ফোরণে নিহত সেনা সদস্য জাহিদের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রবিবার ১৯ মে জোহর এর নামাজের পর জেলার লামা উপজেলার হায়দারনাসী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে দাফন করা হয়। পরে সৈনিক জাহিদের কবরে ফুল এবং সালাম প্রধান করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে.কর্ণেল সাইফ শামীম (পিএসসি)।
জানা যায়, এর আগে নিহত সৈনিক জাহিদের মরদেহ দুপুর ২ টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে আলীকদম সেনা জোনে অবতরণ করে। সেখান থেকে জোন কমান্ডারের নেতৃত্বে মরদেহটি সেনাবাহিনীর একটি এম্বুলেন্স করে তার নিজ বাড়ীতে নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এ.এস.এম ফখরুল ইসলাম চৌধুরী (পিএসসি), মেজর তানভির, লে.আহনাফ, লে.সিফাত,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান,আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম,লামা থানার অফিসার ইনচার্জ আপ্পেলা নাহ রাজু প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার বান্দরবানের সুয়ালক ইউনিয়নে আমতলী এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে ভেতরে জঙ্গল পরিষ্কার করার সময় পরিত্যক্ত শেল বোমা বিস্ফোরণ হলে ঘটনাস্থলে সৈনিক জাহিদ নিহত হয়, এতে আহত হয় আরো ১১ জন সৈনিক, পরে ঢাকা নেয়ার পথে সৈনিক নিপুন চাকমাও মারা যান।