মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভূয়া পরিচয়পত্রসহ ডিবি ওসি আটক
ভূয়া পরিচয়পত্রসহ ডিবি ওসি আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় ডিবি পুলিশের ভূয়া ওসি আটক হয়েছে। রবিবার উপজেলার ভাটই এলাকা থেকে তাকে শৈলকুপা থানা পুলিশ আটক করে। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গয়েশপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে খোকন (৫৫)। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জনান, রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ভাটই বাজারের মিয়া মার্কেট এর সামনে থেকে খোকন নামের এক ভূয়া ডিবি ওসিকে আটক করা হয়েছে। সে আরো ৩ সহযোগিকে সাথে নিয়ে প্রাইভেট কারে করে ভাটই বাজারে আসে। এ সময় ডিবি পুলিশের ওসি পরিচয়ে আরাপপুর এলাকার গরু ব্যবসায়ী নজরুলকে ভাটই বাজার থেকে চক্রটি আটক করে। পরে তার কাছে থাকা নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ছিনিয়ে নেয়। ডিবি পুলিশের ওসি পরিচয়দানকারী খোকনের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুুুুলিশকে খবর দেয়। অবস্থা বেগতিক দেখে তার সহযোগি প্রতারক চক্রটি গাড়ী ঘুরিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভূয়া ডিবি ওসিকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ছিনতাই এর নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ও একটি ধারালো ড্রেগার আকৃতির ছোরা এবং ভূয়া পুলিশ পরিচয়পত্র উদ্ধার করা হয়।
সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ঘটছে একের পর এক চুরির ঘটনা। কিছুতেই রোধ করা যাচ্ছে না এ চুরি। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাত ১টার দিকে ডাকবাংলা মুকুল গোল্ডের দোকানের টিন কেটে চুরি করে ৭টি মোবাইল, ৮৫পিস মেমোরীসহ নগদ ৯০হাজার টাকা। সম্প্রতি লাগানো ৩টি সিসি ক্যামারা, চোরেরা ঘরে ঢুকেই দুটি ক্যামেরা নষ্ট করে ফেলে, তাদের অজান্তে থেকে যায় ১টি সিসি ক্যামেরা, দেখা মেলে চোরকে দীর্ঘ ১ ঘন্টা চুরির অভিযানের প্রায় সবটুকুই দেখা মেলে চোরকে। দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল ও সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, চোরকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানায়, চোরকে যতদ্রুত সম্ভব গ্রেফতার করা হবে।
আদালতের নির্দেশ ১৪৪ ধারা ভঙ্গ করে প্রাচীর নির্মান
ঝিনাইদহ ::ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে পরের জমিতে জোর করে প্রাচীর নির্মান করেছে শমশের মন্ডল ও তার ছেলেরা। অভিযোগ রয়েছে দুর্গাপুর গ্রামের আজিজুর রহমানের ৪৫ শতক জমির মধ্যে দুই শতক জমি অবৈধ ভাবে দখল করে নেয় শমশের মন্ডল। আজিজুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের আদালতে হাজির হয়ে শমশের মন্ডলের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারীর আবেদন করেন। আদালত গত ৬ মে নালিশী জমিতে দখলমতে আইনশৃংখলা বজায় রাখতে ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশনা দেন এবং দ্বিতীয় পক্ষ শমশের মন্ডলকে আদালতে হাজির হয়ে ৩৩১ নং স্মারকে কারণ দর্শাতে বলেন। কিন্তু দখলবাজ শমশের মন্ডল পুলিশ ও আদালতের নিষেধ থোড়ায় কেয়ার করে রাতারাতি আজিজুর রহমানের দুই শতক জমিতে প্রাচীর তুলে জমি দখল করে নিয়েছেন। আজিজুর রহমান অভিযোগ করেন. দুর্গাপুর মৌজার ১৭৮০ নং দাগে তাদের ৪৫ শতক জমিতে বাড়ি রয়েছে। এর মধ্যে শমশের মন্ডল দুই, শতক জমি দখল করে প্রাচীর তুলে দিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান ইনজেংশনের কথা স্বীকার করে বলেন, ওটা মামা ভাগ্নের পারিবারিক দ্বন্দের কারণে হচ্ছে। তারপরও আমরা গোটা বিষয় নিয়ে একটা প্রতিবেদন আদালতে দাখিল করবো।
স্মার্ট কার্ড বিতরণ করলেন এমপি আব্দুল হাই
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় ১৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও সহায়ক সামগ্রী বিতরণ এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, উপজেলা বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারন সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মশিউর রহমান। পরে কবিরপুর তিন রাস্তার মোড়ে মোল্লা টাওয়ারের নিচ তলায় অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ১৩০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাফিজ আল আসাদ।