শনিবার ● ২৫ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক বিনয় চাকমার ফেসবুক আইডি হ্যাক
সাংবাদিক বিনয় চাকমার ফেসবুক আইডি হ্যাক
স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক পার্বত্য কণ্ঠস্বর এর প্রকাশক ও সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকায় কর্মরত সাংবাদিক বিনয় চাকমার (binoy chakma ) ফেসবুক আইডিটা হ্যাকারা হ্যাক করে দিয়েছে। তিনি দৈনিক পার্বত্য কণ্ঠস্বর পেইজ ও গ্রুপে এডমিন ছিলেন। আইডিটি হ্যাকের জন্য অজ্ঞতনামা হ্যাকারের বিরুদ্ধে সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরী নং-১১৮৯,তারিখ-২৫ মে ।
আজ শনিবার সকালে সাংবাদিক বিনয় চাকমা তার জীবনের নিরাপত্তার জন্য ফেসবুকে দৈনিক পার্বত্য কণ্ঠস্বর গ্রুপে এডমিন থাকা অজ্ঞতনামা হ্যাকারের বিরুদ্ধে একটি রাঙামাটি কোতয়ালী থানায় সাধারন ডায়েরী করা হয়।
গত বুধবার (২২মে) সকালে binoy chakma নামে ফেসবুক আইডিটা প্রথমে ডিজেবল করে দেয় হ্যাকরা । ডিজেবল হওয়ার আইডি থেকে পেইজ ও গ্রুপ এডমিন ডিলেট করে দেয়। এর পর থেকে গ্রুপে কয়েক জনের নামে গ্রুপে এডমিন দেখা যায় এবং পরে বিনয় চাকমা অনেক চেষ্টার পর বৃহস্পতিবার আইডিটি ও গ্রুপ ফিরে আনতে সক্ষম হলেও পেইজটি পাওয়া যায়নি। ফেসবুক আইডিটি ফিরে পাওয়ার পর আবার শুক্রবার হ্যাক আইডিটি হ্যাক করে দেয়। বর্তমানে নরহড়ু পযধশসধ আইডিটি থেকে দৈনিক পার্বত্য কণ্ঠস্বরের পেইজ ও দৈনিক পার্বত্য কণ্ঠস্বর গ্রুপ এখন হ্যাকারদের দখলে।
দৈনিক পার্বত্য কণ্ঠস্বর এর প্রকাশক ও সম্পাদক বিনয় চাকমা জানান, হ্যাকারা আমার আইডিটি হ্যাক করে দিয়েছে। তবে কি কারণে আইডিটি হ্যাক করে দিয়েছে এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে ফেসবুক আইডি থেকে যদি কেউ কোন প্রকার বাজে, অশ্লীল, মানহানীকর ছবি এবং সমাজ ও সরকার বিরোধী স্ট্যাটাস পোস্ট অথবা শেয়ার করতে পারে। সে ক্ষেত্রে আমি দায়ি নয়। সে জন্য অজ্ঞতনামা হ্যাকারদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেছি। হ্যাকারা ফেসবুক থেকে দৈনিক পার্বত্য কণ্ঠস্বরের পেইজ ও দৈনিক পার্বত্য কণ্ঠস্বর গ্রুপ থেকে এডমিন ডিলেট করে দিয়ে নিজেরা এডমিন হয়ে গেছে। এখন আইডি, পেইজ ও গ্রুপ আমার নেই। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আইডি ফিরে আনতে পারি কিনা। binoy chakma আইডি, পেইজ ও গ্রুপ থেকে যদি কোন খারাপ মেসেজ আছে সাথে সাথে ব্লক মেরে দেবেন।