শনিবার ● ২৫ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা কারাগার থেকে আসামি পলায়ন : তদন্ত কমিটি গঠন
গাইবান্ধা কারাগার থেকে আসামি পলায়ন : তদন্ত কমিটি গঠন
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা কারাগার থেকে বকুল হোসেন (৩৩) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৪ মে) বিকেলে আসামি বকুল হোসেন পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এদিকে, কারাগার থেকে আসামি পালানোর ঘটনাটি জেলাজুড়েই এখন সকলের মুখেমুখে। আসামি পালিয়ে যাওয়া বা নিখোঁজের ঘটনায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ১৮ এপ্রিল গোবিন্দগঞ্জ থানা পুলিশ কামদিয়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী আসামি বকুলকে ২শত ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। মাদক মামলায় আটকের পর তাকে এক মাস আগে জেলা কারাগারে পাঠায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আটককৃত পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী আসামী বকুল(৩৩) গোবিন্দগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আহম্মদ আলী ছেলে।
জেল সুপার মাহবুবুল আলম বলেন, বকুল কারা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
কারাগার থেকে মাদক মামলার আসামি বকুল হোসেন (৩২) পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অতিরিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) জেবুন নাহারকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ময়নুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মোঃ শাহীদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, বিষয়টি জানার পর পরই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, কমিটিকে সরেজমিন পরিদর্শন করে আসামি বকুল হোসেনের পলায়নের কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের সনাক্তকরণ পুর্বক আগামী পাঁচ কার্যদিবসের মধ্য মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।