সোমবার ● ২৭ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত : ব্যাহত হচ্ছে ঈদের কেনাকাটা
গাইবান্ধায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত : ব্যাহত হচ্ছে ঈদের কেনাকাটা
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় রমজান মাসেও চলমান তাপ প্রবাহের এ সময়টিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তদুপরি বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসায়ি এবং ক্রেতাদের ঈদের বেচাকেনা দারুণভাবে ব্যাহত হচ্ছে।
দিনে ও রাতে এই বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকছে। তদুপরি আকাশে মেঘ জমলে এবং সামান্য বৃষ্টি বাতাসেই গাইবান্ধায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। একবার বন্ধ হলে পুনরায় আবার এক থেকে দেড় ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়। আবার কখনও ১৫ থেকে ৩০ মিনিট পরেই বিদ্যুৎ ফিরে আসে। দিন এবং রাতে ২৪ ঘন্টায় এ অবস্থা চলতে থাকে প্রতিদিন গড়ে কমপক্ষে ৭ থেকে ১০ বার। রমজানের আগে ইরি-বোরো মৌসুমে এ অবস্থা ছিল আরো প্রকট।
নর্দান ইলেকট্রিসিটি সাপ¬¬াই কোম্পানী লিমিটেড (নেসকো) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যুৎ সরবরাহের কোন উন্নতি হচ্ছে না। পূর্বে গাইবান্ধা শহর এলাকাটি একটি ফিডারের আওতায় অন্তর্ভূক্ত থাকলেও এখন গোটা শহরটিকে রেল লাইনকে কেন্দ্র করে পূর্বদিকে ডিভিশন-১ পূর্বাঞ্চল এবং পশ্চিম দিকে ডিভিশন-২ পশ্চিমাঞ্চল এ দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। দু’জন নির্বাহী প্রকৌশলীর আওতায় পৃথক ব্যবস্থাপনায় এ দুটি ডিভিশনকে সম্পুর্ণ আলাদা করা হয়েছে। এতে জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নতি তো হয়নি বরং আরো অবনতি হয়েছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র থাকলেও সেখানে টেলিফোন করে গ্রাহকদের টেলিফোন রিসিভ করা হয় না। এছাড়া বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নতি হলেও গাইবান্ধায় বিদ্যুতের কেন এই বেহাল অবস্থা আর কেনই বা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হয় তার কোন সদত্তর গাইবান্ধা নেসকো কর্তৃপক্ষ দিতে পারেননি। তারা একটাই কথা সবসময় বলে থাকেন চাহিদার চাইতে গ্রিড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া কারণে এবং বিদ্যুৎ সরবরাহ লাইনের গাছপালা গ্রাহকরা কাটতে বাধা দেয়ায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে।
ন্যায্য দামে ধান ক্রয়ের দাবীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ
গাইবান্ধা :: ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে লাভজনক দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে রোববার বিকেলে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মিহির ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারী নেত্রী প্রতিভা সরকার ববি, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক আগরওয়াল, রঞ্জু মিয়া, যুবনেতা রানু সরকার, তাহমীদ চৌধুরী প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা দরে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানান। এসময় বক্তারা ব্যর্থ কৃষিমন্ত্র ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেন। তারা সরাসরি ধান ক্রয়ের জন্য গাইবান্ধা প্রশাসন এখন পর্যন্ত কোন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।