সোমবার ● ২৭ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
বান্দরবানে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ে সাম্প্রতিক অপহরণ হত্যা চাঁদাবাজি ও আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমা হত্যার বিষকে কেন্দ্র করে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
আজ সোমবার ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় বান্দরবান শহরের জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবি সাংবাদিকদের একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান। এসময় জেলা আওয়ামী লীগের নেতারা বান্দরবানে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ে ঘাপটি মেরে থাকা পিসিজেএসএসের অস্ত্রধারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পার্বত্য অঞ্চলের অন্যান্য জেলা থেকে বান্দরবান পার্বত্য জেলা সম্প্রীতির বান্দরবান নামে খ্যাত ছিল। অন্যান্য জেলার মত বান্দরবান কে অস্থিতিশীল পরিবেশের জেলা হিসেবে গণ্য করার জন্য তারা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গম এলাকার চিহ্নিত সন্ত্রাসী ঘাঁটিগুলোতে বেশি বেশি অভিযান পরিচালনার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার উপরে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় মোহাম্মদ ইসলাম বেবী বলেন, শান্তিপূর্ণ বান্দরবানে যারা চথোয়াই মং এর মত নিরিহ ভালো মানুষকে নিশংস ভাবে কষ্ট দিয়ে হত্যা করেছেন এই পিসিজেএসএস এর সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আওয়ামীলীগ শান্তিতে বিশ্বাস করে তাই পাহাড়ে শান্তি অব্যাহত থাকুক তাই আমাদের কাম্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, উপ-প্রচার সম্পাদক মো. আবুল কালাম মুন্না ও বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ।