মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » বৃট্রিশ আমেরিকান টোবাকো কোম্পানীর অভিযোগে ভিত্তিহীন : পার্বত্য অধিকার ফোরাম
বৃট্রিশ আমেরিকান টোবাকো কোম্পানীর অভিযোগে ভিত্তিহীন : পার্বত্য অধিকার ফোরাম
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক পারভেজ আহম্মেদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রীয় সংসদের পক্ষে সভাপতি মাঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা যৌথ বিবৃতিতে বলেন পরিবেশের বিপর্যয়ের জন্য মারাত্বক ক্ষতিক্ষর তামাক উৎপাদক কোম্পানী বৃট্রিশ আমেরিকান টোবাকো তিন পার্বত্য জেলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও পিসিজেএসএস’কে মোটা অঙ্কের চাঁদা দিয়ে পাহাড়ে তামাক উৎপাদন করে আসছে। পার্বত্য অধিকার ফোরাম ধারাবাহিক ভাবে এই সকল সশস্ত্র সন্ত্রাসীদের দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজীর বিরুদ্ধে মাঠে প্রতিবাদ ও আন্দোলন কর্মসূচি পরিচালনা করে আসছেন। যে স্থানটিতে ঘটনা ঘটেছে সেটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের নিয়ন্ত্রিত এলাকা। যেখানে দিনের বেলায়ও সাধারণ মানুষ ও বাঙালি সংগঠনের লোকজন যাতায়াত করেনা, কিভাবে যেখানে রাতের বেলায় বাঙালি সংগঠনের নেতাকর্মীরা গাড়ি থামিয়ে চাঁদাবাজি করবেন?
নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানিয়ে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় মিথ্যা মামলা ও ভিত্তিহীন অভিযোগর প্রতিবাদে কঠোর আন্দোলন ও প্রতিরোধ কর্মসূচি ঘোষনা করা হবে।