বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » গোয়ালপাড়ায় মাইক্রো বাসের চাকা ব্লাস্ট হয়ে ধাক্কায় নিহত-২
গোয়ালপাড়ায় মাইক্রো বাসের চাকা ব্লাস্ট হয়ে ধাক্কায় নিহত-২
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় মাইক্রো বাসের ধাক্কায় তাসলিমা খাতুন স্কুল ছাত্রী (১৪) ও ইমামুল হোসেন (২০) নামে দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা-মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে তাসলিমা খাতুন ও একই উপজেলার ঘোড়ামারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমামুল হোসেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রো বাস ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে ঝিনাইদহের পোড়াহাটি নামক এলাকায় পৌঁছালে মাইক্রো বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে প্রথমে ৮ম শ্রেণী পড়ুয়া তাসলিমা খাতুন ও পরে বাইসাইকেল আরোহি ইমামুল হোসেনকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন। পরে মাইক্রো বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
ঝিনাইদহে দুই সন্তানের জনক কৃষকের সর্প দংশনে মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে দুই সন্তানের জনক আব্দুস সোবাহান (৪৫) নামের এক কৃষকের সর্প দংশনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে অতিরিক্ত গরমের কারনে বাড়ির পাশেই মেহগনি বাগানে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় বিষধর সাপে তাকে কামড়ে ধরে রাখে এবং ঘুম থেকে উঠে নিজেই শরীর থেকে সাপকে ছুড়ে ফেলেন। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসেন। গ্রামের এক কথিত কবিরাজের কাছ নেয়া হয়। দফায় দফায় চলে ঝাড়ফুক। অশেষে অবস্থার অবনতি ঘটলে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া পথে রাত ১ টার সময় তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তিকে অকালে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানা নেই বা কেউ জানাননি। তবে খোঁজ নিবেন বলে তিনি জানান।
ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: আর ক’দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে লেডিস ক্লাবের কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি শ্যামলী রাণী নাথ, সহ-সভাপতি নাহিদা আফরোজ, রোজি আহম্মেদ, সাধারণ সম্পাদক শাম্মী ইসলাম, কোষাধ্যক্ষ রাশেদা খানম, সদস্য নাঈমা খান, শাহরিন আক্তার, আসমা আক্তার, মিনা সেলিম প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২ শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরে লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী শ্যামলী রাণী নাথ নিজ উদ্যোগে ১৫ জন এতিম শিশুদের ঈদ উপহার প্রদাণ করেন। অনুষ্ঠানে অসহায় পরিবারগুলো এই ঈদ সামগ্রী পেয়ে অনেকটাই খুশি ও সন্তষ্ট হতে দেখা যায়।
ঝিনাইদহে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মুল্যে ধান ক্রয়
ঝিনাইদহ :: ঝনাইদহে সরাসরি সরকার নির্ধারিত মুল্যে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়ি গ্রামের কৃষকদের কাছ থেকে এ ধান ক্রয় করে খাদ্য বিভাগ। সকালে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ওই গ্রামের ৬ জন কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা মন দরে ৬ টন ধান ক্রয় করা হয়।