বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা ও সিএনজি চালককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ৩০ মে বেলা ৩ টায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া হয়ে আজুখাইয়া মুখী একটি সিএনজি গাড়ীতে তল্লাশী চালায়।
এসময় সিএনজিতে থাকা ৩ রোহিঙ্গা যাত্রীকে আটক আটকের পর জিজ্ঞাসাবাদ করলে গাড়ীতে অভিনব কায়দায় লুকানো দেশীয় তৈরী ১টি একনলা লম্বা বন্দুক ও ২৪ টি তাজা কার্তুজ পাওয়া যায়। তাদের বড়ুয়া পাড়ার লক্ষীকান্ত মেম্বারের বাড়ি সংলগ্ন স্থান থেকে অস্ত্রসহ আটক করেন পুলিশ।
আটকরা হলেন : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭, ব্লক-এ-৬৪ এর আশ্রিত রোহিঙ্গা জাহেদ হোসেনের ছেলে মীর কাশিম(২৩), কুতুপালং ক্যাম্পের ব্লক আই- ১৪ এর মুসা খলিলের ছেলে রশিদ উল্লাহ(২০)কুতুপালং ক্যাম্প-৩ এর কোরবান আলীর ছেলে নুরুল বশর(১৬) ও নোয়াখালী জেলার চর জব্বার থানার আদর্শ ইউনিয়নের সুবর্ণচর আদর্শ গ্রামের আবুল কালামের ছেলে,বর্তমানে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া গ্রামের বাসিন্দা, মো.ইব্রাহিম( ৩৮)।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, গোপন সুত্রে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়ায় একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা কাটক করা হয়েছে। সিএনজি চালকসহ তাদের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়।