শুক্রবার ● ৩১ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেতনের জন্য পিটিয়ে তালাবদ্ধ করে মাদ্রাসা ছাত্রকে আটকে রাখায় শিক্ষক গ্রেফতার
বেতনের জন্য পিটিয়ে তালাবদ্ধ করে মাদ্রাসা ছাত্রকে আটকে রাখায় শিক্ষক গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের সদর উপজেলায় তাওহিদ (১০)নামের এক মাদ্রাসা ছাত্র সময়মত বেতন না দেয়ায় বেধরক পিটিয়ে তাকে মাদ্রাসায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার ৩১ মে সকালে সদর উপজেলার শম্ভুগঞ্জের মদিনা নগর এলাকার মারকাযুল কুরআন জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রসার তালাবদ্ধ ঘর থেকে ছাত্র তাওহিদকে উদ্ধার এবং শিক্ষক আব্দুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। মাদ্রাসা ছাত্র তাওহিদ সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের এবাদুল মিয়ার ছেলে এবং গ্রেফতারকৃত আব্দুর রশিদ মারকাযুল কুরআন জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম।
স্থানীয় এলাকাবাসির বরাত দিয়ে পুলিশ জানায়, সময়মত বেতন দিতে না পাড়ায় গত বুধবার (২৮ মে) রাতে মাদ্রাসার ছাত্র তাওহিদকে বেধরক পিটিয়ে মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে মাদ্রাসা শিক্ষক ক্বারী হাবিবুল্লাহ। পরের দিন (২৯ মে) বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ঈদের জন্য ছুটি দিয়ে মুহতামিম আব্দুর রশিদ ও অভিযুক্ত শিক্ষক ক্বারী হাবিবুল্লাহ মাদ্রাসা থেকে সটকে পড়েন।
এদিকে মাদ্রসা ছুটি হয়ে গেলেও তাওহিদ বাড়িতে না যাওয়ায় শুক্রবার (৩১ মে) সকালে মাদ্রাসায় খোঁজ নিতে যান তাওহিদের বাবা এবাদুল। এসময় মাদ্রাসার স্থানীয় ছাত্ররা জানায় ,‘বেতন দিতে না পাড়ায় তাওহিদকে মাদ্রাসায় পিটিয়ে তালাবদ্ধ করে আটকে রেখেছে।’ পরে স্থানীয়দের নিয়ে বিষয়টি মাদ্রাসার মুহতামিম আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ করলে তাওহিদকে মাদ্রাসার একটি কক্ষ থেকে বের করে দেয়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাওহিদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদকে গ্রেফতার করে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঘরে তালাবদ্ধ অবস্থায় মাদ্রাসা থেকে ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে আরো জানান তিনি।