শনিবার ● ৮ জুন ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় দেশীয় অস্ত্রসহ আটক-২
শৈলকুপায় দেশীয় অস্ত্রসহ আটক-২
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় নবাগত ওসি বজলুর রহমান শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, উপজেলার আবাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেলাল বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান মুক্তার মৃধার মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারের লড়াই চলমান রয়েছে। এরই সূত্র ধরে উভয় গ্রুপের লোকজন শনিবার সকালে সংঘর্ষ ও দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র জমায়েত করেছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলামের সফল নেতৃত্বে গাংগুটিয়া গ্রামে গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশী করে ১৪টি ঢাল, ৮টি সড়কি ও ৬টি রামদা উদ্ধার করে পুলিশ। এছাড়া উভয় পক্ষের দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো গাংগুটিয়া গ্রামের ওসমান শেখের ছেলে আশরাফুল ও হাসেন আলীর ছেলে শওকত। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা হয়েছে। দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে উপজেলাব্যাপী দেশীয় অস্ত্র উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে বলে নবাগত শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম জানিয়েছেন। শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম আরো জানান, এখন থেকে শৈলকুপা থানায় পুলিশ ক্লিয়ারেন্স, জিডি ও মামলা করতে টাকা লাগবেনা। পুলিশ জনগনের প্রকৃত বন্ধু হিসেবে দেশ ও জাতির জন্য নিরলস কাজ করে যাবে।
ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০
ঝিনাইদহ :: ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন,ওই গ্রামে ইদ্রিস আলী শিকদারের ছেলে রাজু আহম্মেদ (৪০), পাতা মোল্লার ছেলে বাটুল মোল্লা (৩০), শরিফুল মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (২৮), শহিদ মোল্লা (২৫) ও মৃত মঙ্গল মন্ডলের ছেলে ইসলাম মন্ডল (৫০)সহ ১০জন। আহত অন্যদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের নওশের মোল্লার ছাগলে একই গ্রামের আহম্মদ শিকদারের সবজি ক্ষেত খায়। আহম্মদ শিকদার ছাগল খোয়াড়ে দিলে এ নিয়ে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।