সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ট্রাক পুড়িয়ে দেওয়া ও বাঙালী হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী সংগঠন গুলো
ট্রাক পুড়িয়ে দেওয়া ও বাঙালী হত্যার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙালী সংগঠন গুলো
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. পারভেজ আহম্মেদ ও পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় চাঁদা না পেয়ে মালবাহি ট্রাক পুড়িয়ে দিয়েছে পাহাড়ের অবৈধ অস্ত্রধারী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা। আজ সোমবার ১০জুন সকালে উপজেলার মারিশ্যা-দীঘীনালা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সংযোগ সড়কের রাবার বাগান নামক স্থানে একদল সশস্ত্র উপজাতি সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে মুদিমালবাহি ট্রাকটির গতিরোধ করে, সেখানে চারজন উপজাতি যুবক অস্ত্র হাতে দাড়িয়ে ছিলো। এরপর গাড়ি থেকে চালক এবং হেলপারকে নামিয়ে মালবাহি ট্রাকটি পুড়িয়ে দেয়।
ট্রাকটির মালিক বাঘাইছড়ি পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা তার ট্রাক পুড়িয়ে দিয়েছে।
এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহিম বাদশা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২ টার দিকে জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন বড়ইতলী গ্রামের জনৈক কালার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত রহিম বাদশা স্থানীয় মোমিনুল হক সর্দারের ছেলে।
বড়ইতলী-রামগড়-দাঁতমারা সড়কে গাছের গাড়ীসহ বিভিন্ন পণ্যবোঝাই গাড়ী থেকে চাঁদা উত্তোলনে বাধা দেয়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্র জানায়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় এলাকায় আতংকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও পুলিশের যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দাঁতমারা ইউনিয়নের চেয়্যারম্যান মো. জানে আলম বলেন শনিবার রাতে বড়ইতলীতে পাহাড়ী (শান্তিবাহিনী) সন্ত্রাসীরা এক যুবককে গুলি করে হত্যা করেছে । চেয়্যারম্যান বলেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি সন্ত্রাসী তপন নামের এক ব্যক্তির সাথে নিহত বাদশা’র বিরোধ চলে আসছে,কারন সে চাঁদা নিতে বাধা দিতো ইউপিডিএফের সন্ত্রাসীদের। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাঘাইছড়িতে ট্রাক পুড়িয়ে দেওয়ায় ও ফটিকছড়িতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক এক বাঙালীকে হত্যা করায় পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য নাগরিক পরিষদের পক্ষ হতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি