সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে গতকাল রবিবার বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়ায় নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হাসান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পলাশবাড়ী সরকারি কলেজের (অবঃ প্রাপ্ত অধ্যক্ষ) প্রফেসর মো. শাহাজহান আলী সরকার, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও কবি-সাহিত্যিক বজলার রহমান রাজা, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা আল-মামুন, এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আলিউল ইসলাম বাদল, মাহাবুব রেজা, হামিদুল হক, আতাউর রহমান মন্ডল, সাধন কুমার সরকার। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের স্মরণ করা ছাড়াও দেশ-জাতির সুখ-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করেন দয়ারপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মুসা কালিমুল্লাহ্।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ১৮ জুন : প্রার্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণা
গাইবান্ধা :: ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। এই নির্বাচনে অংশ গ্রহণকারি প্রার্থীরা ঈদের আগে থেকেই ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এদিকে এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা ইতোমধ্যেই সম্পন্ন করেছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
প্রার্থীরা হচ্ছেন- চেয়ারম্যান পদে আশরাফুল আলম সরকার লেবু (নৌকা), আহসান হাবীব খোকন (লাঙল), গোলাম আহসান হাবীব মাসুদ (মোটর সাইকেল), খয়বর হোসেন সরকার মওলা (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে সফিউল আলম (চশমা), শওকত আলী (টিয়াপাখী), আব্দুর রাজ্জাক তরফদার (টিউবয়েল), আল শাহাদত জামান জিকো (তালা), আসাদুজ্জামান মনি (লাঙল), সুরঞ্জিত কুমার সরকার (বৈদুৎতিক বাল্ব)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম (লাঙল), আল্পনা রানী গোস্বামী (ফুটবল) ও উম্মে সালমা (হাঁস), হাফিজা বেগম কাকলী (কলস)।
এবারের নির্বাচনে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩৪১ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন। মোট ১১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
করতোয়া নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিফ (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত স্কুল ছাত্র উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ ( ফরিদগঞ্জ) কলোনীর পলাশ মিয়ার পুত্র।
স্থানীয়রা জানিয়েছে, রবিবার দুপুরে আসিফ তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ঐ এলাকার ফকিরগঞ্জ ঘাটে করতোয়া নদীতে গোসল করতে যায়। এসময় সে সকলের অগচরে নদীর পানিতে ডুবে গেলে তার বন্ধুবান্ধব ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়। পরে তারা রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরি দলকে খবর দিলে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টার পর বিকেল সোয়া ৪টায় আফিসের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে স্রোত এবং বেশী পরিমান পানি না থাকলেও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।