সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা বিধান বড়ুয়া
জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা বিধান বড়ুয়া
রাউজান (উত্তর) প্রতিনিধি :: জামিনে মুক্তি পেয়েছেন রাউজানের বিএনপি নেতা বিধান বড়ুয়া। ঈদের আগে ৩ জুন কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দীন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিধান বড়ুয়া। ২০১১ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নাশির আহমেদ বলেন, বিধান বড়ুয়ার জামিননামা কারাগারে আসার পর এগুলো যাচাই-বাছাই করা হয়। বিধান বড়ুয়া চট্টগ্রাম কারাগারে থাকলেও ছয় মাস আগে তাঁকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়।
বিধান বড়ুয়ার বাড়ি রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আঁধার মানিক বড়ুয়া পাড়ায়। ছাত্রলীগের রাজনীতি দিয়ে বিধান বড়ুয়া রাজনীতি শুরু হলেও পরে নব্বইয়ের দশকে তিনি প্রথমে জাতীয় পার্টি এবং পরে সালাউদ্দীন কাদের চৌধুরীর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) গঠন করলে তিনি ওই দলে যোগ দেন।
বিগত চারদলীয় জোট সরকারের মাঝামাঝি সময় পর্যন্ত বিধান বড়ুয়া রাউজানে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০০৪ সালে ‘অপারেশন ক্লিনহার্ট’ শুরু হলে বিধান বড়ুয়া আত্মগোপনে চলে যান। ২০০৮ সালে বিধান রাউজান ত্যাগ করেন। ২০১১ সালে গ্রেপ্তার হন। গত বছরের ১২ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।