শুক্রবার ● ১৪ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত-১ : আহত-১০
গাইবান্ধায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত-১ : আহত-১০
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে শফিকুল ইসলাম (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ১৪ জুন ভোর ৬ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি উপজেলার চাপরীগঞ্জ পৌছালে কুড়িগ্রামগামী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলাপার শফিকুল ইসলাম নিহত হয়। আহত হয় ১৩ জন। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সাভির্স ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিহত শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাককাটি গ্রামের সাইফুল্লাহ রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার রতন শর্মা বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মহাসড়কে যানজট নিরসনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে স্কুল ছাত্র নিখোঁজ
গাইবান্ধা :: সদর উপজেলার কামারজানি বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিলয় হোসেন (১২) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে কামারজানি বন্দর সংলগ্ন গোঘাট এলাকার রেজাউল করিমের ছেলে। নিলয় কামারজানি মার্চেন্ট স্কুলে লেখাপড়া করতো।
¯থানীয়রা জানায়, নিলয় তার দুই বন্ধু শাকিল ও রানার সাথে দুপুরে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে। গোসল শেষে রানা ও শাকিল পানি থেকে ওঠে নদীর পাড়ে কাপড় পাল্টানোর সময় নিলয়কে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু নিলয়ের আর সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে খোঁজাখুঁজি করে। কিন্তু তার আর সন্ধান পাওয়া যায়নি। এরপর বিকেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদের জানানো হলে তারা সেখান থেকে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরী দল নিলয়ের কোন সন্ধান পায়নি।