শুক্রবার ● ১৪ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মাদক আইনে সাজাপ্রাপ্ত মহিলা আটক
আলীকদমে মাদক আইনে সাজাপ্রাপ্ত মহিলা আটক
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭(০১) ধারায় মামলা নং- জি/আর ১৩৮/১৬ মূলে দুই বছরের সাজাপ্রাপ্ত এক মাহিলাকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আজ শুক্রবার বেলা ঘটিকায় আলীকদম থানার এএসআই আব্দুল খালেক এর নের্তৃত্বে আলীকদম উপজেলার পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মহিলাকে আটক করা হয়।
আটককৃত সুনিতা দে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা পলিবিল হিন্দু পাড়ার নিরধন ধর এর স্ত্রী। তার বাবার নাম মনোরঞ্জন দে। গত ০২/১১/১৭ খ্রি: তারিখ তাকে মাদক পাচারের দায়ে বান্দরবান বিজ্ঞ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে, বান্দরবান-১ এর আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
আলীকদম থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী সুনিতা দে আলীকদম উপজেলা আমতলী পাড়া এলাকায় থেকে দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছে। গত ০৩/০৫/২০১৬ তারিখ তাকে মাদক পাচার কালে বান্দরবান সদর থানা পুলিশ তাকে আটক করে সদর থানার মামলা নং- ৩, তারিখ ০৩/০৫/২০১৬ দায়ের করে। পরবর্তী বিজ্ঞ আদালত তার জামীন মঞ্জুর করে এবং বিচার কার্য পরিচালনা করে। কিন্তু মামলার রায়ের শুনানীর দিন সুনিতা দে পালাতক থাকায় তাকে জেলা হাজতে প্রেরণ করা যায়নি। বিষয়টি নিশ্চত করেছেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ।