সোমবার ● ১৭ জুন ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » বান্দরবানে পুলিশের উপর হামলার অপরাধে বিএনপি’র ৪ নেতাকর্মী আটক
বান্দরবানে পুলিশের উপর হামলার অপরাধে বিএনপি’র ৪ নেতাকর্মী আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্তি দাবি ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে চার নেতাকর্মীকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
গত শনিবার (১৫ জুন) সন্ধ্যায় বান্দরবান শহরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিচারপতি শামসুদ্দিন মানিক কর্তৃক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করেলে পুলিশের বাধার মূখে পড়ে বিক্ষোভ মিছিলটি পন্ড হয়ে যায়। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটে।
এই ঘটনার পর রাতে বান্দরবান জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওসমান গনিসহ বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার জামাল, ও ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নাকে আটক করা হয়।
বান্দরবান সদর থানার সাব-ইন্সপেক্টর প্রিয়েল পালিত জানান, হঠাৎ করে বিএনপি’র কিছু নেতাকর্মীরা প্রশাসনের অনুমতি না নিয়ে বিক্ষোভ মিছিল এর নামে বিশৃঙ্খলা সৃষ্টি ভাঙচুর ও পুলিশের উপর চড়াও হলে তাদের সাথে আমাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইতিমধ্যে আমরা চার জনকে আটক করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে বিক্ষোভ মিছিলের নামে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হবে।