মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিখোঁজ তিন যমজ বোনের একজন উদ্ধার : আটক-১
নিখোঁজ তিন যমজ বোনের একজন উদ্ধার : আটক-১
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলপুর উপজেলার দক্ষিণ ভাইটকান্দি গ্রামের বাড়ি থেকে রহস্যজনকভাবে একসাথে পনের বছর বয়সী যমজ তিন বোন নিখোঁজ হওয়ার তিনদিন পর একজনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
গতকাল সোমবার ১৭ জুন বিকেলে আবিদা সুলতানা পপি নামে একজনকে শেরপুরের উপজেলার নকলা উপজেলার গৌড়দ্বার থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যমজ তিন বোনের একজন পপিকে বর্তমানে ফুলপুর পুলিশের হেফাজতে রাখা রয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ ভাইটকান্দি গ্রামের ধান ব্যবসায়ী আব্দুর রহমানের পনের বছর বয়সী এই তিন যমজ কন্যা চম্পা,রাজিয়া ও সুলতানা গত শুক্রবার (১৪ জুন) রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দির নিজ বাড়ি থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে বহু খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান না পেয়ে নিখোঁজ কিশোরীদের চাচা আবদুস সালাম শনিবার (১৫ জুন) ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ইমারত হোসেন এ সত্যতা নিশ্চিত করে জানান, যমজ তিন বোনের একজনকে পাওয়া গেছে। এই ঘটনায় উদ্ধার হওয়া কিশোরী ও এক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ঝগড়ার কারণে অভিমানে তিন যমজ বোন পালিয়ে যেতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে বলে আরো জানান তিনি।