সোমবার ● ১১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে বাল্য বিবাহের দায়ে কারাদন্ড
তাড়াশে বাল্য বিবাহের দায়ে কারাদন্ড
তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি :: বাল্য বিয়ের আয়োজন করায় সিরাজগঞ্জের তাড়াশে বর ও কনের বাবাকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে৷ দন্ডপ্রাপ্তরা হলো- বরের বাবা তাড়াশ সদরের গোডাউন মোড়ের বাসিন্দা মৃত শফি উদ্দিনের ছেলে ও তাড়াশ কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি আসাব আলী কিরণ এবং কনের বাবা একই উপজেলার গোয়ারাখি গ্রামের মৃত গহের উদ্দিনের ছেলে সোহরাব আলী৷
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, রবিবার সন্ধ্যার পর কনের বাড়িতে বিয়ের আয়োজন চলাকালীন অবস্থায় অভিযান চালিয়ে বর ও কনের বাবাকে আটক করা হয়৷ এরপর রাত ১০টার দিকে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লার রহমান খান তাদের ৭দিন করে কারাদন্ড প্রদান করেন৷ সোমবার সকালে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লার রহমান খান আক্ষেপ করে বলেন, মেয়ের বাবা ও মা দুইজনই শিক্ষিত৷ মেয়ের মা মাহফুজা বেগম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান৷ শিক্ষিত পরিবার কেন এমন ভুল করে সেটা বোধগম্য নয়৷