বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলীকদম উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালীটি আলীকদম উপজেলা বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে নের্তৃত্ব দেন আলীকদম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মাহান্ত। পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দর নুরী, বিএনকেএস ইউএনডিপি আলীকদম উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর উইলিয়াম মারমা, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা সমন্বায়ক জেসমিন চাকমা, স্থানীয় হেডম্যান-কারবারী, শিক্ষক, ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরা।
এ সময় উপস্থিত বক্তারা বলেন ১৯৭২ সালে ৫ জুন থেকে বিশ্ব পরিবেশ দিবসটি পালিত হয়ে আসছে। জনসংখ্যার ক্রমববর্ধমান এবং ব্যপক নগরায়ন ও শিল্পায়নের কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা করা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষ ও বনের প্রয়োজনীয়তা যে অপরিসীম সে উপলব্ধি এখন সবার মাঝে জাগ্রত হয়েছে। সুতরাং আমাদের সকলকে যার যার অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। একই সাথে সড়ক ও নদীপথে যানবাহন ও বোট সংখ্যা বৃদ্ধি ক্রম বর্ধমান জনসংখ্যার বর্ধিত জ্বালানী কাঠের চাহিদা মেটানোর ফলে বনভূমি উজায় হয়ে যাচ্ছে। নির্মল বায়ু উৎপাদের সেই বন এখন আর নেই। দিন দিন বায়ু দুষন বেড়েই চলেছে। সুতরাং বায়ু দুষন বন্ধে ও পরিবেশ রক্ষা আমরা যদি এখনই সচেতন না হই তাহলে পরবর্তী প্রজন্মকে এর মাসুল গুনতে হবে। জনগণকে সচেতন করার জন্য প্রতিবছর দিবসের একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী এবছর এই দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধার করা হয়েছে “বায়ু দুষন”।