সোমবার ● ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সেনা বাহিনীর ফায়ারিং রেঞ্জ পরিত্যক্ত গোলা বিস্ফোরণে রোহিঙ্গা আহত
বান্দরবানে সেনা বাহিনীর ফায়ারিং রেঞ্জ পরিত্যক্ত গোলা বিস্ফোরণে রোহিঙ্গা আহত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত গোলা বিস্ফোরণে এক রোহিঙ্গা আহত হয়েছে। বিস্ফোরণে আহত রোহিঙ্গার নাম মোহাম্মদ হানিফ (২৫)।
গতকাল রবিবার (২৩ জুন) বিকেলে বান্দরবানে সুয়ালক ইউনিয়নের সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহত রোহিঙ্গা পরিত্যক্ত গোলা থেকে তামা ও বিস্ফোরক নিতে গেলে হঠাৎ গোলাটি বিস্ফোরিত হলে এই দূর্ঘটনা হয়। ঘটনার পর স্থানিয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বান্দরবান সেনা হাসপাতালে পাঠানো হয়।
স্থানিয়রা জানান, সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে ভারী অস্ত্রের কারণে ফায়ারিং রেঞ্জ এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সুয়ালক এলাকায় একটি চক্র অতি লোভে পরিত্যক্ত গোলা থেকে মূল্যবান ধাতু নেয়ার সময়ে বিগত দিনে অনেকে হতাহত হয়েছেন।
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, বিস্ফোরনে আহত ব্যক্তি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা। সে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত বোমা থেকে মূল্যবান তামা বের করার সময় গোলাটি বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়।