মঙ্গলবার ● ২৫ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল,সম্পাদক হারুন নির্বাচিত
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল,সম্পাদক হারুন নির্বাচিত
মাটিরাঙ্গা প্রতিনিধি :: ২৪ জুন ঠিক ভোটের আগের দিন রাতে, প্রায় ২২ ঘন্টা পূর্বে ভোটারদের উপর পরিচালিত ভোট জরিপের ফলাফল প্রকাশিত হয়েছিল । ফলাফলে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়ার পথে অবস্থান করেছিলেন মো. রফিকুল ইসলাম । আজ নির্বাচনী ভোট গ্রহন শেষে জরিপের প্রতিফলন ঘটেছে। সত্যিই আজ সভাপতি পদে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে সরাসরি ভোটযুদ্ধে বিজয় অর্জন করলেন মো. রফিকুল ইসলাম।
আজ ২৫ জুন বিকালে ভোট গ্রহন শেষে মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো. শফিউল আলমের পক্ষে মাটিরাঙ্গা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে উপস্থিত ভোটারবৃন্দের সম্মুখে সভাপতি পদে মো. রফিকুল ইসলামকে বিজয়ী ঘোষনার পাশাপাশি সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষসহ অন্যান্যদের নাম ঘোষনা করেন।
সভাপতি পদে মো. রফিকুল ইসলাম ছাতা প্রতীকে ৬১ ভোট পেয়ে বিজয়ের গৌরব অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. মনির হোসেন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ ভোট।
সহ-সভাপতি পদে মো. আবদুল ওয়াদুদ মেম্বার দেয়াল ঘড়ি প্রতীকে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. পেয়ার আহাম্মদ হারিকেন প্রতীকে ৪০ ভোট পেয়েছেন।
এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সামছুদ্দিন ভূইঁয়া, সংগঠনের সাবেক সভাপতি বাহাদুর খাঁনসহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, কাঠ ব্যবসায়ীগন সহ সর্বপোরি বিপুল পরিমাণ উৎসুখ জনতা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফুটবল প্রতীকে সর্বমোট ৩৭ ভোট পেয়ে মো. হারুন অর রশিদ ফরাজী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আবদুল মুনাফ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৩১ ভোট, মো. ইউনুছ মিয়া আনারস প্রতীক নিয়ে ২৯ ভোট ও ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেন দোয়াত কলম প্রতীকে ১১ ভোট পেয়েছেন।
নব-নির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশে ভোটার, সাপোর্টার ও শোভাকাংঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা চিত্তে বলেন,অতিতের মতোই আগামী দিনে সকল কাঠ ব্যবসায়ীদের সহযেগিতায় আমার হাত প্রসারিত থাকবে।
এ সময় তিনি সামনের দিনগুলোতে সমিতির কাযক্রমকে এগিয়ে নেয়া সহ যে কোন প্রতিবন্ধকতা মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রত্যাশা করেন।