শনিবার ● ২৯ জুন ২০১৯
প্রথম পাতা » ঢাকা » সময়ের আলোর সম্পাদকের বোনের ইন্তেকাল জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শোক
সময়ের আলোর সম্পাদকের বোনের ইন্তেকাল জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শোক
ঢাকা প্রতিনিধি :: দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতনের বড় বোন হোসনে আরা বেগম আজ বেলা ৩টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)।
তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছিলেন।
হোসনে আরা বেগম ছিলেন সাত ভাইবোনের মধ্যে সবার বড়। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দ্বিতীয় ছেলে টাঙ্গাইলের ধনবাড়ীর পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। তার স্বামী মরহুম খন্দকার নজরুল ইসলাম পরিবার পরিকল্পনা অধিদফতরের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। মরহুমার ভাগ্নে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। মরহুমাকে আজ স্কয়ার হাসপাতালে হিমাগারে রাখা হবে। কাল ধনবাড়ীতে বাদ জোহর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর মরহুমার গ্রামের বাড়ি মুসুদ্দিতে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হোসনে আরা বেগমের মৃত্যুতে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওজয় বাংলাভিশনের প্রধান সম্পাদক শেখ সাইফুল ইসলাম কবির,মহাসচিব মোস্তাফিজুর রহমান বাবলু ।ভাইস চেয়ারম্যান মুনসুরআহমেদ-জাতীয় দৈনিকনওরোজ(ঢাকা) ,কামাল হোসেন খান-সম্পাদক-কুয়াকা টানিউজ২৪.কম(ঢাকা) ,মোঃ মিজানুর রহমান-আইএনবি নিউজ (ঢাকা),আল আমিন শাওন- দৈনিক আমাদের অর্থনীতি(ঢাকা).একরামুল হক বেলাল-সম্পাদক-সংবাদ প্রতিক্ষণ,দৈনিক ভোরের ডাক(দিনাজপুর) , এম.এ.সাবলু হৃদয়-সম্পাদক.বিডিজাহান.কম (ঢাকা),নির্মল বড়ুয়া মিলন- সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম (চট্টগ্রাম),বি এম রাকিব হাসান-দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফ খুলনা), ও মোল্লা হারুন অর রশিদ( কুড়িগ্রাম- আমাদের সময় ও এশিয়ান টিভি)।
যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান দৈনিক লাখোকণ্ঠ, সহকারী মহাসচিবএম এস সাগর ( কুড়িগ্রাম- সংবাদ প্রতিদিন ও চ্যানেল-৯),শহিদুল হক – দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(চট্টগ্রাম) আজগর আলী মানিক সিটিজি-ক্রাইম-টিভি, আশরাফ চৌধুরী- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফসিলেট) মালেকুজ্জামান কাকা- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(যশোর) সাংগঠনিক সম্পাদক ডি এম সাইফুল্লাহ খান.চিফ ক্রাইম রিপোর্টার,দৈনিক গণতদন্ত(ঢাকা),কাজী মিজানুর রহমান আমাদের. কণ্ঠ (খুলনা).সহকারী সাংগঠনিক সম্পাদকমো. ইউসুফ আলী ( আমাদের অর্থনীতি(দিনাজপুর), অর্থ সম্পাদক রাজুআহমেদ- দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময় (খুলনা),
সহকারী অর্থ সম্পাদক আব্দুম মুনিব – দৈনিক আমাদের অর্থনীতিও দৈনিক আমাদের নতুন সময়(কুষ্টিয়া) দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম-দৈনিক লাখোকণ্ঠ,দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম – দৈনিক আমাদের অর্থনীতি(সিরাজগঞ্জ)আইসিটি সম্পাদক এস.এম.আবু ওবাইদা- আল-মাহাদী -সময়ের কণ্ঠস্বর (ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক শাহীন(বাংলাদেশ টেলিভিশন),সহকারীপ্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ- আমাদের সময় ( মুন্সীগঞ্জ) প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন -চ্যানেল-৯ ,বাংলার অর্জন (নড়াইল) সহকারী প্রশিক্ষণ সম্পাদক রাহাত হোসেন- দৈনিক আমাদের অর্থনীতি (মাদারীপুর)সহকারী প্রবাল চৌধুরী – আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও) ,
পরিকল্পনা সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল- আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও) ( বগুড়া), মহিলা সম্পাদিকা রক্সি খান- আমাদের অর্থনীতি (মাগুরা) আফরীন জাহান লীনা(পটুয়াখালী), নাজমুন নাহার নাজমা(বেনাপোল) জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম – আমাদের অর্থনীতি( গাইবান্ধা), পাঠাগার সম্পাদক রাহাত হোসেন – আমাদের অর্থনীতি (মাদারীপুর), সহকারী পাঠাগার সম্পাদক প্রবীর মোহন্ত – আমাদের অর্থনীতি.আইসিটি সম্পাদক এস.এম.আবু ওবাইদা- আল-মাহাদী(ঢাকা) সাইফুল ইসলাম (কুমিল্লা) . মানবাধিকার সম্পাদক মিজান লিটন- আমাদের অর্থনীতি( চাঁদপুর), ,ক্রীড়া ও সংস্কৃতি সচিব অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম- আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি), সহকারী ক্রীড়া ও সংস্কৃতিসম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম – আমাদের অর্থনীতি(সিরাজগঞ্জ)
তথ্য ও গবেষণাসম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ( পঞ্চগড়- আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য সৈয়দ মিরাজুল ইসলাম ইএনবি (গোপালগঞ্জ )শেখ শামীম আহমেদ -সম্পাদক দৈনিক সংবাদ সকাল-মোহনাটিভি (ব্যুরো চীফ বরিশাল)শেখ ফরিদ আহমেদ ময়না– দৈনিক আমাদের অর্থনীতি (সাতক্ষীরা)মো. এম নাজিম উদ্দিন-আমাদের অর্থনীতি (রাঙামাটি), শাফায়েত হোসেন-আমাদের অর্থনীতি (বান্দরবান)শামছুজ্জোহা পলাশ-আমাদের অর্থনীতি(চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী-আমাদের অর্থনীতি(মানিকগঞ্জ ),ছানাউল্লাহ নূরী -আমাদের অর্থনীতি (গাজীপুর), বুলবুল আহমেদ-আমাদের অর্থনীতি(ময়মনসিংহ) মো. জাহিদুর রহমান তারিক( ঝিনাইদ) উজ্জ্বল রায়.(নড়াইল)ফটিক ব্যানার্জী -দৈনিক ইত্তেফাক (বাগেরহাট) সহ কর্তব্যরত সকল প্রিন্ট,ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।