সোমবার ● ১ জুলাই ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » বাড়ছে বাঁশের চাঁই ব্যবহার : কমছে দেশীয় মাছের উৎপাদ
বাড়ছে বাঁশের চাঁই ব্যবহার : কমছে দেশীয় মাছের উৎপাদ
পটুয়াখালী প্রতিনিধি :: পটুযাখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় বাশেঁর চাঁই ও নেট জাল ব্যবহারের ফলে বিভিন্ন দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা মাছের উৎপাদন কমে যাচ্ছে। গ্রাম-গঞ্চে বাঁশের তৈরী চাঁই জলাশয়ে পেতে মাছের বংশ নষ্ট করছে এক শ্রেনীর অসাধু জেলেরা।
অন্যদিকে বিভিন্ন খালে ও মাঠে অধিক হারে কীটনাষক ব্যবহারের ফলেও মাছের বংশ বিস্তার করতে পারছেনা। এ সব অবৈধ চাঁই,বুচনাই,নেটচাঁই এবং জাল প্রতিরোধ করতে উপজেলা মৎস্য বিভাগের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার প্রবাহমান খালে ভ্রাম্যমান অভিযান করে থাকেন। তুবুও অসাধু জেলেরা থেমে থাকে না মাছ শিকারে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবৈধ ভাবে বাশের তৈরী চাঁই ও বুচঁনাই বিক্রি করে থাকে স্থানীয় সুবিধাভোগী ব্যবসায়ীরা। ফলে বৈশাখ থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ধানীজমি ও খাল-বিল,ডোবা-নালাতে নেট চাঁই ও বাশেঁর চাঁই ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মা মাছ ও পোনা মাছ শিকার করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকারের জন্য ব্যবহারিত জাল ও চাঁই এর আড়াই ইঞ্চি ফাঁকা থাকার কথা থাকলেও এসকল অসাধু জেলেরা সে সকল নিয়ম কানুন না মেনে দুইসুতাঁ পরিমান ফাঁকা রেখে বাশেঁর চাঁই তৈরী করে ব্যবহার করার ফলে এবং দেশীয় প্রজাতির মা মাছের ডিম ছাড়ার সরকার ঘোষিত নির্ধারিত সময়কে অগ্রাহ্য করে বাশেঁর চাঁই ব্যবহার করে মা মাছ ও পোনা মাছ শিকার করছেন। ফলে দেশীয় মৎস্য প্রজনন কমে যাচ্ছে।
এ অঞ্চলের মানুষের মাছের আকাল দিন দিন বেড়েই চলছে। এমতাবস্থায় বাঁশের চাঁই ব্যবহার দ্রুত বন্ধ না করলে ভবিষ্যত প্রজন্মের কাছে দেশীয় মাছের রুপকথার গল্পেরমত থেকে যাবে।