মঙ্গলবার ● ২ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধায় দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় গ্যাস সংযোগ প্রদানের দাবিতে ও দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, পলাশবাড়ি বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ, ফুলছড়ি বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নাননু, শ্রমিক দলের হুনান হক্কানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু প্রমুখ।
গাইবান্ধার ৪টি পৌরসভা কর্মচারীদের কর্মবিরতি
গাইবান্ধা :: রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের এক দফা দাবিতে দু’দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির শেষ দিনে গাইবান্ধা প্রেস ক্লাব চত্বর ও সংলগ্ন সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে পৌর কর্মচারিরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে জেলার গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও নবগঠিত পলাশবাড়ির পৌরসভা কার্যালয় তালাবদ্ধ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অবস্থান চলাকালে কর্মচারীরা ‘দেশ দরদী শেখ হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা’, ‘মা জননী হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা’ ইত্যাদি শ্লোগান দিয়ে এলাকা মুখর করে তোলেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এবিএম সিদ্দিকুর রহমান, রেজাউল হক, বিপুল কুমার সাহা, মিলন কুমার সরকার, রবিউল ইসলাম, মিজানুর রহমান শামী, সূচনা সরকার, আব্দুল আহাদ বাবু, এসএম মাজাহারুল আনোয়ার, মুনছুর আলম, শরিফুল ইসলাম ডাকুয়া, মেহেদুল ইসলাম, ফিরোজ কবীর প্রামানিক, আরিফুর রহমান, অনন্ত কুমার প্রমুখ।
অবস্থান শেষে নেতৃবৃন্দ গাইবান্ধা প্রেস ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
অবস্থান কর্মসূচির শুরুতে গাইবান্ধা পৌরসভা কার্যালয় থেকে কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।