বুধবার ● ৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়াতে ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের বিরুদ্ধে মামলা
বেতবুনিয়াতে ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের বিরুদ্ধে মামলা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাইলংপাড়ার ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিং করায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে আজ বুধবার কাউখালী থানায় মামলা হয়েছে বলে জানা যায়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের গোধারপাড় ডাইলং পাড়ার স্থানীয় গরীব অসহায় বাসিন্দা নেপু নাথের মেয়ে স্থানীয় সৃজনী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনীর ছাত্রী (সুমি) ছদ্ধ নাম নিয়মিত স্কুলে আসা যাওয়ার পথে (পাহাড়ী প্রত্যন্ত এলাকা) পার্শ্ববর্তী ডাক্তারছোলা গ্রামের বাসিন্দা আব্দুল ছালাম সওদাগরের ছেলে মো. আব্দুল খালেক (৩৫) বিবাহীত ২ সন্তানের জনক দির্ঘৃদিন যাবত ছাত্রীটিকে উতক্ত করে আসছিলেন। গত ৩০ জুন সন্ধায় ছাত্রীটিকে রাস্তায় একা পেয়ে আবারো সে উত্যক্ত শুরু করলে মেয়েটি বাড়িতে গিয়ে তার পিতা মাতাকে বিষয়টি জানায় এবং সংগে সংগে তার পিতা মাতা স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানকে জানায়। পরে গত সোমবার রাত্রে মেয়েটির মাতা বাদি হয়ে কাউখালী থানায় একটি ইভটিজিং মামলা (নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা) দায়ের করেন। কাউখালী খালী থানার মামলা নং ২, তারিখ ২/৭/২০১৯ মামলার আইও বেতবুনিয়া পুলিশ ফাড়িঁর এসআই সুদীপ্ত রেজা। ঘটনার পর থেকেই মুল হোতা আব্দুল খালেক পলাতক রয়েছেন বলে জানা যায়।