শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১৩ দিনেও খোঁজ মেলেনি চিকিৎসক সোহাগের : পরিবারে চলছে আহাজারি
১৩ দিনেও খোঁজ মেলেনি চিকিৎসক সোহাগের : পরিবারে চলছে আহাজারি
ঝিনাইদহ প্রতিনিধি :: ১৩ দিনেও খোঁজ মেলেনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি কোর্সে অধ্যয়নরত চিকিৎসক এএসএম সাইদ সোহাগ’র। সন্তানের সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে চলছে আহাজারি। দিন-রাত ছেলের ফেরার অপেক্ষা করছে মা-বাবা। কাঁদতে কাঁদতে যেন চোখের পানি শুকিয়ে গেছে তাদের। দিনরাত ছেলের ছবি নিয়ে কাঁদছেন তারা। নিখোঁজ সোহাগ’র পিতা মশিউর রহমান জানান, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে থাকতেন সোহাগ। ২৩ জুন রাতে তার কাছে ফোন আসে সোহাগ গুরুতর অসুস্থ। পিতা ফোন করলে তার সাথে অস্বাভাবিক ভাবে কথা বলেন সোহাগ। এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন বরিশালে গিয়ে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাননি। ২৬ জুন বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ওই চিকিৎসকের বড় ভাই শামীম সরোয়ার। তারপরও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না তার। তার ভাই শামী সরোয়ার বলেন, সোহাগ নিখোঁজ হওয়ার পর আমরা বরিশালের বিভিন্ন স্থানে খোঁজ করেছি। তবুও তাকে পাওয়া যায়নি। সে মানসিক বিকারগ্রস্থ অবস্থায় তার রুম থেকে বের হয়ে যায়। কোথাও সোহা’র সন্ধান পেয়ে নিকটস্থ থানায় বা (০১৯৪৫-৬১৬৭৭১) এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিট্রনের কমিশনার সাহাবুদ্দিন বলেন, আমরা ছেলেটির উদ্ধারের জন্য সাধ্যমত চেষ্টা চালাচ্ছি।
ঝিনাইদহের তেতুলবাড়িয়া এলাকা থেকে মানবপাচার সন্দেহে আটক-১
ঝিনাইদহ :: ৪ জুলায় বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ ঝিনাইদহ সদও উপজেলার তেতুল বাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত মানব পাচারকারী সবুর আলী (৬৫) কে আটক করেছে পুলিশ। আটককৃত দালাল সবুর আলী তেতুল বাড়িয়া গ্রামের মৃত. শামসুদ্দিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহে সদর উপজেলার ১৯ জন যুবক গত ৬ বছরে সাগর পথে নিখোঁজ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ তেতুলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মানবপাচারকারী সন্দেহে সবুর আলীকে আটক করে। পুলিশ আরও জানায় যে, আটককৃত সবুর আলী র্দীর্ঘদিন ধরে এলাকার তারিক মন্ডল, উলাফাত মন্ডলসহ অনেকের অবৈধভাবে সাগর পথে মালোয়েশিয়া পাঠিয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে ও টেলিভিশনে প্রচার হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঝিনাইদহে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা মেম্বর পুত্রের করুণ মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী নামক স্থানে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন নাছিম উদ্দীন রিংকু (২২) নামে এক যুবক। তিনি কাস্টসাগরা গ্রামের পরিচিত মুখ সাবেক মেম্বর মুসা মিয়ার ছেলে। তার আরেক ছেলে রিজভি (৯) মুমুর্ষ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রিংকু তার ছোট ভাই রিজভী ও ভাগ্নে নিয়ে ঘুরতে বের হয়। পোড়াহাটী নামক স্থানে পৌছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে তিন মটরসাইকেল আরোহী আহত হন। এর মধ্যে রিংকু ও তার ভাই রিজভী গুরুতর ভাবে আহত হয়। বড় ভাই রিংকুকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু বরণ করেন। ছোট ভাই রিজভী গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও ভাল না। এদিকে শুক্রবার জুম্মা বাদ কাস্টসাগরা গ্রামে নামাজে জানাযা শেষে নাছিম উদ্দীন রিংকুকে দাফন করা হয়। ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মসিউর রহমান ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যড. আব্দুল আলীম এক বিবৃতিতে নাছিম উদ্দীন রিংকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ঝিনাইদহে সানসাইড ভেঙ্গে ১০ম শ্রেনীর ছাত্রের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার একটি বাসার সানসেড ভেঙ্গে বুকের উপর পড়ে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) মারা গেছে। বৃহস্পপতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আরজু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পাড়ার নেহাল উদ্দীন সোহেলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের উপর লাগানো সানসেডে ঝুলে ব্যায়াম করছিল। এ সময় সানসেড ভেঙ্গে তার বুকের উপর পড়ে। তাকে পাশ্ববর্তী হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীরাঙ্গনা জয়গুননেছার পুষ্পমাল্য অর্পণ
ঝিনাইদহ :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করেছে ঝিনাইদহের বীরাঙ্গনা জয়গুন নেছা। শুক্রবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জয়গুন নেছা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বীরাঙ্গনার স্বীকৃতি দিয়েছেন। এজন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে শেখ হাসিনার দীঘায়ু কামনা করেন। উল্লেখ্য, ঝিনাইদহ শহরের কাঞ্চনগর পাড়ার বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়া জয়গুন নেছা জানান, স্বাধীনতা যুদ্ধে স্বামী হাবিবুর রহমান ও সতিনের মেয়ে হাসিনা খাতুনকে হারিয়েছেন তিনি। পাক সেনারা তাদের ধরে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। নিজের আর পরিবারের সদস্যদের ওপর পাক বাহিনীর পাশবিক নির্যাতন ও বর্বরতার সেই মুহূর্তগুলোর কথা মনে হলে এখনো গাঁ শিউরে ওঠে তার। শরীরে দগদগে সেই ভয়াল স্মৃতি চিহ্ন বয়ে বেড়াচ্ছেন তিনি। নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণে এই বৃদ্ধ বয়সে সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন সময় ছুটেছেন এ অফিস থেকে সে অফিস। অবশেষে এ বছর সরকার তার স্বীকৃতি দিয়েছে।
ঝিনাইদহের ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদাভাবে সংরক্ষণে জন্য নির্দেশ
ঝিনাইদহ :: সারাদেশ থেকে সকল প্রকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসী থেকে কোম্পানীকে ফেরত দেওয়ার জন্য অভিযান শুরু করেছে ঔষধ প্রশাসন। এরই অংশ হিসেবে ঝিনাইদহের ফার্মেসীগুলোকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আলাদাভাবে সংরক্ষণে জন্য নির্দেশ দিয়েছে জেলা ঔষধ তত্বাবধায়ক। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী, নগর বাথান বাজারের ১০ টি ফার্মেসী ও শহরের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ কোন ঔষধ পাওয়া যায়নি। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর হোসেন নির্ঝর ও জেলা ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসান উপস্থিত ছিলেন। জেলা ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসান জানান, সারা দেশ থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোম্পানীগুলোতে ফেরত দেওয়ার জন্য ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার সকল ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরিয়ে দেওয়ার জন্য আলাদাভাবে সংরক্ষনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঝিনাইদহে মাদকমুক্ত সমাজ ও বিষমুক্ত শাক-সবজি বিষয়ক সেমিনার
ঝিনাইদহ ::ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ডিজিটাল স্কুলে মাদকমুক্ত সমাজ ও বিষমুক্ত শাক-সবজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুধসর ডিজিটাল স্কুল এর সভাপতি আশরাফুল আলম এর সভাপতিত্বে ও বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণলয়ের উপসচিব মঞ্জরুল হাফিজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু। এছাড়াও অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, মাদকমুক্ত সমাজ গড়তে ও বিষমুক্ত সবজি উৎপাদন করতে সকলকেই এক সাথে কাজ করার আহবান জানান।