রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : এমপি সিরাজ
বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : এমপি সিরাজ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :: বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বিগত সময়ে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালিনে বগুড়ার সার্বিক উন্নয়ন হয়েছিল। কিন্তু এ সরকারের আমলে বগুড়ায় কোন উন্নয়ন হয়নি। আবারো আমরা বগুড়ার উন্নয়ন কে এগিয়ে নিতে চাই। এ জন্য বগুড়ার উন্নয়নে আমাদের কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আগামীদিনে আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন’কে মুক্ত করতে হবে। এছাড়াও তিনি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জোর দাবি জানান।
তিনি আজ রবিবার বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নে আগমন উপলক্ষে কৈচড় টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের আয়োজনে কলেজ মাঠে এক বিশাল গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, ওমর ফারুক খান, মনিরুজ্জামান মনির, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বিএনপি নেতা আকতার হোসেন, নাজমা বেগম, আঃ বাছেদ, আমিনুল ইসলাম, কামাল হোসেন, এনামুল হক এনাম, যুবদল নেতা পলাশ, মমি, আরিফুর রহমান মজনু, সহকারী অধ্যাপক সুজিত কুমার, শিরিন আকতার, প্রভাষক মাকছুদা আকতার, পারভেজ আলম, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, মাসুদ রানা, রোজিনা আকতার, ছাত্রদল নেতা মহব্বত আলী, হালিম, মোহন, পোটল, সবুজ, মিল্টন, মাহফুজার, শ্রমিকদল নেতা মোশারফ’সহ সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল’সহ অঙ্গদলের নেতৃবৃন্দ। এছাড়াও এমপি সিরাজ’কে ফাঁপোর, এরুলিয়া, নিশিন্দারা, নুনগোলা, গোকুল ও নামুজা ইউনিয়ের পক্ষ থেকে গনসংবর্ধনা ও শুভেচ্ছা এবং সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
গাবতলীতে মিলাদ মাহফিলে পোলাও খেয়ে ৩৪জন অসুস্থ্য
গাবতলী :: বগুড়ার গাবতলী নিজ দূর্গাহাটা গ্রামে মিলাদ মাহফিলের পোলাও ভাত খেয়ে ৩৪জন অসুস্থ্য হয়েছে। অসুস্থ্যরা গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হয়েছে। ৪জনকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার দূর্গাহাটা গ্রামের আলেম প্রধানের স্ত্রী বুলি বেগম (৬০) কয়েক বছর পূর্বে মারা যান। এরপর আলেম প্রধান (৭৫) ও তার ছেলে বুলু মিয়া (৫০) অসুস্থ্য হয়ে পড়েন। এ উপলক্ষে আলেম প্রধান ও বুলু মিয়া সবার জন্য দোয়া চেয়ে গত শুক্রবার জুম্মার নামাজ শেষে নিজ দূর্গাহাটা গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদের পোলাও খেয়ে ওইরাত থেকে শত শত মানুষের পেট ব্যথা, ডায়রিয়া, বমি ও জ্বর হয়। এই অসুস্থ্যতা বেড়ে গেলে গত শনিবার রাত থেকে রোগীরা গাবতলী হাসপাতালে ভর্তি হতে শুরু করে। গতকাল রবিবার ভর্তি হয় মোট ৩৪জন। গুরুত্বর অসুস্থ্য হওয়ায় শিশুসহ ৪জনকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। এরা হলো, ওই গ্রামের এমদাদুলের মেয়ে রিমি (৬), হারুনের স্ত্রী লিপি বেগম (২৫), রাজিব এর স্ত্রী রতœা বেগম (২৫) এবং ফিকির প্রাং এর ছেলে মোমিন (৩৫)। এদের মধ্যে লিপি বেগম আশংকাজনক।