মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিনা টাকায় পুলিশে চাকুরী পেল ৯৩ জন
রাঙামাটিতে বিনা টাকায় পুলিশে চাকুরী পেল ৯৩ জন
ষ্টাফ রিপোর্টার :: আজ ৯ জুলাই মঙ্গলবার সদ্য সমাপ্ত হওয়া রাঙামাটি পার্বত্য জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রেস ব্রিফিং করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আলমগীর কবীর, পিপিএম-সেবা।
এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা কর্তৃক গত ২৪/০৬/২০১৯ খ্রিঃ রাঙামাটি জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যা গত ৩০/০৬/২০১৯ খ্রিঃ চুড়ান্ত মনোনয়ন সম্পূর্ণ হয়। এই মনোনয়ন শতভাগ স্বচ্ছতার সহিত সম্পূর্ণ করার প্রত্যয়ে, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বিজ্ঞপ্তি জেলা তথ্য অফিসার রাঙামাটি/ আঞ্চলিক বেতার কেন্দ্রের মাধ্যেমে ব্যাপক প্রচার করা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় সকল থানায় মাইকিং করে প্রচার করা হয়, জেলা পুলিশ কর্তৃক পরিচালিত এসপি রাঙামাটি ফেসবুক ফেইজের মাধ্যেমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে কঠোর হুসিয়ারি প্রদান করা হয়। এ নিয়োগ বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইলেকট্রিক,অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক হারে প্রচার করা হয়। জেলা পুলিশের গোয়ান্দা পুলিশ সদস্যদের মাধ্যেমে সার্বক্ষণিক তদারকি করা হয় যাতে কেউ আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত না হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট পুলিশ কনস্টেবল নিয়োগ বোর্ড অত্যন্ত স্বচ্ছতার সহিত নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে। হেডকোয়ার্টার্স এর নির্দেশনা অনুসারে লিখিত পরীক্ষার দুই ঘন্টা পূর্বে নিয়োগ বোর্ড কর্তৃক প্রশ্নপত্র তৈরী, নিয়োগ বোর্ড কর্তৃক প্রশ্নপত্র ছাপানো এবং প্রশ্নপত্র ছাপানোর পর ৪ ঘন্টা কেউ যাতে ছাপানো কক্ষে না যেতে পারে তা নিশ্চিত করা হয়। লিখিত পরীক্ষায় যাতে প্রকৃত মেধার মূল্যায়ন হয় এজন্য কোন প্রার্থীকে পরীক্ষা চলাকালীন সময়ে বাড়তি সুবিধা দেয়া হয় নাই। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা অনুসরণ পূর্বক সবচেয়ে সেরা তিরানব্বই (৯৩) জন প্রার্থীকে চুড়ান্ত মনোনয়ন করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, গত ২০১৮ সালে পুলিশ কনস্টেবল নিয়োগ শেষে অনেকজন চাকুরী পাওয়ার শর্তে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন, অনেকে চাকুরী পাওয়ার জন্য টাকা দিয়ে সে টাকা উদ্ধার করতে পারতেছেন না, কেউ কিছু টাকা উদ্ধার করতে পারছেন কিছু টাকা উদ্ধার করতে পারতেছেন না এরকম সংবাদ আমার কাছে এসেছিল। তখন আমি সংশিষ্ট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছিলাম ঘটনার সুষ্ঠ তদন্ত করে যথাযথ ব্যবস্থ্যা নিতে। পরে কারও কাছ থেকে কোন লিখিত অভিযোগ ও যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থ্য নেওয়া সম্ভব হয়নি।
পুলিশ সুপার রাঙামাটি জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বলেন,এবারের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় রাঙামাটির কোন মহল থেকে তদবীর, সুপারিশ ইত্যাদি পাওয়া যায় নি, কোথাও কোন প্রকার অনিয়ম, প্রতারণার শিকার হয়েছে এরকম সংবাদ পাওয়া যায় নি। ‘স্বচ্ছতা শুরু হউক আমায় থেকে’ এ উদ্দেশ্যকে সামনে রেখে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সহিত শুরু হয়ে রাঙামাটি জনসাধারণের সর্বাত্নক সহযোগিতায় শতভাগ স্বচ্ছতার সহিত শেষ হয়েছে। ভবিষ্যত্বে ও এ স্বচ্ছতা বজায় থাকবে।
এসময় রাঙামাটি জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলেন, জেলা পুলিশের সাথে রাঙামাটি পার্বত্য জেলার গণমাধ্যম কর্মীদের নিবিড় সম্পর্ক বিদ্যামান। এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার ব্যাপারে জেলার সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জেলা পুলিশের সাথে গণমাধ্যমকর্মীদের এ সম্পর্ক ভবিষ্যত্বেও বজায় থাকবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন ।