বুধবার ● ১০ জুলাই ২০১৯
প্রথম পাতা » কৃষি » উচ্চতর প্রশিক্ষণে গেলেন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন
উচ্চতর প্রশিক্ষণে গেলেন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চীন দেশে উচ্চতর প্রশিক্ষনে গেলেন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাতে তিনি চীনের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। ৫০ দিনের প্রশিক্ষণ আগামী কাল বৃহসপতিবার ১১ জুলাই শুরু হবে । প্রশিক্ষণ শেষ হবে ২৯ আগষ্ট-২০১৯ তারিখ। “ Training Course on Mariculture, Aquatic Products Processing and Marketing for Developing Countries ’ বিষয়ক প্রশিক্ষণে স্বপন চন্দ্র দে’সহ দেশের বিভিন্ন উপজেলার চারজন উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য অধিদপ্তর বাংলাদেশের প্রতিনিধি হয়ে প্রশিক্ষণে অংশ নেবেন। স্বপন দে মৎস্য অধিদপ্তরে ২০১৬ সালে ১ জুন যোগদান করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ তিন বছর তিনি সুনাম ও সফলতার সাথে এই উপজেলায় কাজ করে যাচ্ছেন।
তিনি ১৯৮৮ সালের ১ জুলাই ভোলা জেলার বোরহান উদ্দীন উপজেলায় জন্মগ্রহন করেন । প্রয়াত যুগল চরন দে ও মাধবী রানী দের এর ৪র্থ সন্তান স্বপন দে বোরহান উদ্দীন উপজেলা থেকে এসএসসি, এইচএসসি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ৩৪ তম বিসিএস এর সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
চীন সফর সম্পর্কে জানতে চাইলে স্বপন চন্দ্র দে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, “ দেশের মৎস্য সম্পদ সম্প্রসারণে যথেষ্ট সুযোগ রয়েছে। চীনে ৫০ দিনের প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে দেশের মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করে যাবো।