মঙ্গলবার ● ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাউজানে আষাঢ়ী পূর্ণিমা পালিত
ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাউজানে আষাঢ়ী পূর্ণিমা পালিত
রাউজান (উত্তর) প্রতিনিধি :: আজ মঙ্গলবার ১৬ জুলাই আষাঢ়ী পূর্নিমা। বৌদ্ধ শাস্ত্রমতে, বৌদ্ধ জীবনে নানা কারণে ঐতিহাসিকভাবে অর্থবহ এবং গুরুত্বপূর্ণ আজকের এইদিন। সিদ্ধার্থ গৌতম বা তথাগত বুদ্ধ মানবকূলে জন্ম নেওয়ার জন্য তাঁর মাতা, রাণী মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ, সিদ্ধার্থের গৃহত্যাগ, সর্বপ্রথম গৌতম বুদ্ধ কর্তৃক ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা বা বৌদ্ধ ধর্ম প্রচার, আধ্যাত্মিক ঋদ্ধি প্রদর্শন এবং গৌতম বুদ্ধের পরলোকগত মা রাণী মহামায়াকে অভিধর্ম দেশনা।
মহামানব সিদ্ধার্থ গৌতম ও তথাগত সম্যক সম্বুদ্ধের জন্মপূর্ব এবং জন্মোত্তর জীবনের ৫টি ঐতিহাসিক ঘটনার সমন্বয়ের আজকের এই আষাঢ়ী পূর্ণিমা। এটি বৌদ্ধদের কল্যাণময় ও পূণ্যময় তিথি। এ পূর্ণিমা তিথিতেই তথাগত গৌতম বুদ্ধ ভিক্ষুদের জন্য বর্ষাব্রতের নিয়মও প্রবর্তন করেন। এসব প্রেক্ষাপটে আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের অত্যন্ত স্মরণীয়ও বরণীয় দিন।
আষাঢ়ী পূর্ণিমা ও বর্ষাবাসের কার্যক্রমের সঙ্গে উপোসথ ওতপ্রোতভাবে জড়িত। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী বা প্রবারণা পূর্ণিমার পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বীরা দান, শীল, ভাবনা করে আধ্যাত্মিক জীবন গঠন করে। বৌদ্ধ ধর্মে উপোসথের গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। ধর্মীয় জীবনযাপনের লক্ষ্যে তথাগত সম্যক সম্বুদ্ধ স্বয়ং উপোসথের প্রবর্তন করেন।
আজকের এই আষাঢ়ী পূর্ণিমাকে ঘিরে সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরাও নানা আয়োজনের মধ্যে যথাযথ মর্যাদায় পালন করেন। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারে সকালে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় অংশগ্রহণ করে বিহার অধ্যক্ষ ভদন্ত বিমলানন্দ মহাথের ও আবাসিক ভিক্ষু সংঘরত্ন আজকের আষাঢ়ী পূর্ণিমা তাৎপর্য তুলে ধরেন এবং জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করেন।
আজকের এই আষাঢ়ী পূর্নিমা কে আরো অর্থবহ করতে ইদিলপুর গ্রামবাসী এবং বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে গোবিন্দ ঠাকুরের স্মৃতি বিজড়িত ইদিলপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলানন্দ মহাথের মহোদয়কে সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য কিছদিন আগে ভদন্ত বিমলানন্দ মহাথের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপ সংঘনায়ক মনোনীত হওয়ায় ইদিলপুরবাসী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।