বুধবার ● ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৮ দিন পর বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ চালু
৮ দিন পর বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ চালু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে টানা প্রবল ভারী বর্ষনের কারণে বান্দেবানের সঙ্গে সরাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার ৮দিন পর সড়ক যোগাযোগ চালু হয়েছে। আজ বুধবার ১৭ জু্লাই সকাল থেকে বান্দরবান-চট্রগ্রাম সড়ক যোগাযোগ চালু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান-কেরানিহাট সড়কের বাজালিয়ার বড়দোয়া এলাকায় সড়কটি ভারী বর্ষনের কারণে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় গত (৯ জুলাই) থেকে আট দিন বান্দরবানের সাঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
বান্দরবান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ বলেন, বান্দরবান-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার কারণে জেলার সঙ্গে গত ৮দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও বুধবার সকাল থেকে সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ চালু করা হয়েছে।
উল্লেখ্য, টানা ১২ দিনের ভারী বর্ষণের কারণে বান্দরবান শহর বন্যার পানিতে তলিয়ে যায়। বিধ্বস্ত হয়ে পড়ে বান্দরবানের সঙ্গে সাত উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বন্ধ হয়ে যায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ। এই বন্যাতে জেলা ও উপজেলা শহরগুলিতে পানির সব উৎস বন্যার পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় শহরের বাজারগুলিতে শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। বন্যার কারনে তিনদিন ধরে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল।