বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই লেকের পানি রাউজানের কৃষকরা বলছে এই পানি মরার উপর খড়া ঘা
কাপ্তাই লেকের পানি রাউজানের কৃষকরা বলছে এই পানি মরার উপর খড়া ঘা
রাউজান(দক্ষিণ) প্রতিনিধি :: কাপ্তাই লেক থেকে বর্ধিত পানি ছেড়ে দেয়া হচ্ছে। জোয়ারের সাথে এই পানি এসে পড়লে চট্টগ্রামের রাউজানের বেশির ভাগ এলাকায় আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।
জানা যায়, রাউজান দক্ষিণাংশের বাগোয়ান, পাহাড়তলী, নোয়াপাড়া, পশ্চিম গুজরা, উরকিরচর,বিনাজুরী ইউনিয়ন কর্ণফুলী ও হালদা নদীর সাথে। কাপ্তাই লেকের পানির ছেড়ে দেয়ার সংবাদ শুনে এ অঞ্চলের মানুষ বলেছেন এমনিতে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের পানির স্রোতে রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে। কিছু কিছু বিধ্বস্ত রাস্তা এলাকার মানুষ সেচ্ছাশ্রমে চলাচল উপযোগি করলেও কাপ্তাই পানির কারণে আবারও সেগুলো তলিয়ে যাবে। এলাকার কৃষিজীবিরা বলেছেন কাপ্তাই’র পানির তাদের জন্য মরার উপর খড়ার ঘা’র মত। তারা বলেছেন তারা বর্ষার আগে যেসব আমন বীজতলা তৈরী করেছিলেন, সেসব বীজতলা এবার বন্যার পানির নিচে তলিয়েছিল। জমি থেকে নামতে শুরু করলে বীজতলা সমূহ পরিচর্যা করে বাঁচানোর চেষ্টা করছে। এই অবস্থায় কাপ্তাই থেকে পানি এসে বীজতলা আবার ডুবিয়ে দিলে সববীজ নষ্ট হয়ে যাবে। অনেক কৃষক বীজ সংকটে পড়ে চাষাবাদে আগ্রহ হারাবে।
খবর নিয়ে জানা যায়-কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিকের চেয়ে ২০ ফুট বেড়ে ১০৬.২ ফুটে পৌঁচেছে। ঝুকির কথা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত পানি ১৬টি গেইট ১ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ১৮ হাজার কিউসেক গতিতে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পানি ছাড়া শুরু করলে কর্ণফুলী নদী হয়ে পানি আসবে হালদায়। ফলে রাউজান সহ চট্টগ্রাম জেলার অনেক উপজেলায় পানি তলিয়ে যেতে পারে।