রবিবার ● ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার
ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় ছেলে ধরা সন্দেহে মান্দা উপজেলায় ছয় জেলেকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। আজ রবিবার বার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানাযায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মাছ ধরার জন্য পুকুর মালিক সনজিত ছয়জন জেলেকে নিয়ে আসেন। চুক্তি ছিল পুকুর মালিক নেবেন মাছের ৭০ শতাংশ এবং মৎস্যজীবীরা ৩০ শতাংশ।
সকাল থেকে ছয় জেলে পুকুরে মাছধর ছিলেন জেলেরা। এ সময় তারা তিনটি বড়মাছ গোপনে বস্তার মধ্যে লুকিয়ে রাখেন।
পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পারলে তাদের বস্তা দেখতে চাই তারা দেখাতে রাজি হচ্ছিলেন না। এক সময় জেলেরা ভয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এতেই ঘটে বিপত্তি ঘটে।
পাড়ার লোকজন ছেলে ধরা সন্দেহে চিৎকার দিয়ে এসব জেলেদের ধরে গণপটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ছেলে ধরা বিষয়টি গুজব। বাস্তবে তারা নিরীহ মৎস্যজীবী। তারা মাছি শকার করে জীবিকা নির্বাহ করে থাকেন।
মাছ শিকারের জালসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় বলে জানান ওসি।
আলীকদমে ছেলে ধরা গুজব বন্ধে মতবিনিময় সভা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দোগে ছেলে ধরা গুজন বন্ধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, আলীকদম থানার উপ পরিদর্শক আব্দুল খালেকসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি রফিক উল্লাহ বলেন, পদ্মা সেতুর জন্য এক লক্ষ লোকের মাথা লাগবে, এমন গুজব ছড়িয়ে পড়ছে সারা দেশে। এই গুজবের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কোন বিশেষ মহল অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াসে এমন জঘন্য গুজব ছড়িয়েছে। তিনি আরো বলেন কেউ আইন হাতে তুলে নিবেননা। এলাকায় যদি এমন সন্দেহ জনক লোকজনের আনাগোনা দেখা যায় তাহলে সাথে সাথে নিকটস্থ থানায় জানান অথবা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন স্থানে যেসব কাটা মাথার সন্ধান পাওয়া যাচ্ছে তার কিছুটা রয়েছে গুজন এবং সত্যিকারে যা ঘটছে তা হল গতানুগতিক বিচ্ছিন্ন ঘটনা।
আত্রাইয়ে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি গণপিটুনির শিকার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছে। আজ রবিবার উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল আত্রাই-পতিসর সড়কের সোনাইডাঙ্গা নামক স্থানে পূর্বদিক থেকে এক ব্যক্তি বস্তা কাঁধে করে আসতে থাকে। এ সময় কয়েক জন লোক তার বস্তা তল্লাশী করে কিছু চাল, কিছু টাকা ও খেলনা প্লাস্টিকের একটি পিস্তল পান। এ সময় তার ঠিকানা জিজ্ঞেস করলে সে বলে আমার বাড়ি বরিশালে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণপিটুনি দিতে শুরু করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, লোকটি বুদ্ধি প্রতিবন্ধী। এলাকায় সাহয্য করছিল। স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ট্রেনযোগে পাঠিয়ে দিয়েছে।