সোমবার ● ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উপজেলা পর্যায়ে শেষ হয়েছে
মহালছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উপজেলা পর্যায়ে শেষ হয়েছে
মহালছড়ি প্রতিনিধি :: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট’২০১৯ এর চুড়ান্ত পর্বের খেলা মহালছড়িতে উপজেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে। আজ ২২ জুলাই সোমবার বিকাল সাড়ে ৩টায় মহালছড়ি উপজেলা ফুটবল মাঠে এ ফাইনাল খেলা সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একি মিত্র চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ফকির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপিকা খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেছবাহুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব চাকমা, আ,ন,ম মাসুম হোসেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল প্রমূখ।
প্রথম পর্বের খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট এ সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম মানিকছড়ি মূখ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মধ্যেকার খেলায় সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে মানিকছড়ি মূখ প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
আবার দ্বিতীয় পর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট এ মাইসছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মধ্যেকার খেলায় মাইসছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরনকালে কোমলমতি ও ক্রীড়া প্রিয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, খেলাধূলাও শিক্ষার অপরিহার্য একটা অংশ। এছাড়া নিয়মিত খেলাধূলা করলে স্বাস্থ্য ভালো থাকে এবং ছেলে-মেয়েদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করে। বর্তমান সরকার আগামী প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। অনুষ্ঠানের শেষান্তে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার ও ট্রফি তুলে দেন তিনি।