মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে মাদক ব্যবসায়ী আটক
বিশ্বনাথে মাদক ব্যবসায়ী আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে একশত গ্রাম গাঁজাসহ সমুজ আলী সাদ্দাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের কাজিরগাঁও লামাকাজি গ্রামের রজব আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোমবার রাতেই পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, আটককৃত যুবক একজন মাদক ব্যবসায়ী। সে গাঁজা ক্রয় করার টাকার দেয়ার জন্য তার পিতা-মাতাকেও মারধর করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিজে বাদি হয়ে মামলা দায়ের করি। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
বিশ্বনাথে অল্পের জন্য রক্ষা পেল মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ সদরে একটি মহিলা মাদরাসা পড়ুয়া শিশুটি আজ বিকেলে হঠাৎ করে প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে দিকভ্রান্ত হয়ে পড়ে। সে উপজেলা সদরের পুরান বাজারের অটোস্ট্যান্ডে এসে উঠে পড়ে সিলেটগামী একটি বাসে।
মেয়েটিকে কাঁদতে দেখে বাসচালকের সন্দেহ হলে ওই বাসচালক তার নামঠিকানা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবহিত হন। পরে তিনি তাৎক্ষণিক থানা পুলিশকে জানালে তারা তাকে থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের কাছে নিয়ে যান। তিনি বিচক্ষণতার সাথে শিশুটির শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের ডেকে কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করেন।
বিশ্বনাথ থানার ওসি ও বাসচালকের বিচক্ষণতায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেল কোমলমতি এই শিশু শিক্ষার্থী।
বিশ্বনাথের নিখোঁজ যুবতি প্রেমিক’সহ ফেঞ্চুগঞ্জ থেকে উদ্ধার : অতঃপর বিয়ে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজের প্রায় দুই মাস পর যুবতি হেলিমা বেগম (২৫)’কে ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর হেলিমা বেগম ও তার প্রেমিক নিজাম উদ্দিন আলিম (২৭)’কে রবিবার (২১ জুলাই) দিবাগত রাতে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়। অতঃপর হেলিমা বেগম ও নিজাম উদ্দিন আলিম বিবাহ উপযুক্ত হওয়ায় উভয় পরিবারের সম্মতিতে সোমবার (২২ জুলাই) বিকেলে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার সুতারখালী গ্রামের জুনাব আলীর ছেলে নিজাম উদ্দিন আলিম দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ বাজারস্থ একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করে আসছে। সে সিংগেরকাছ এলাকার নোয়াগাঁও (পূর্বপাড়া) গ্রামের আনিছ আলীর বাড়িতে আসা যাওয়া করার সুবাদে পরিচয় হয় তার (আনিছ আলীর) মেয়ে হেলিমা বেগমের সাথে। এরপর হেলিমা ও নিজামের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে প্রায় ২মাস পূর্বে প্রেমিক নিজামের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান হেলিমা। এঘটনায় হেলিমার বড় বোন বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করলে রবিবার রাতে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার ধনারাম গ্রাম (নিজামের বন্ধুর আত্মীয়ের বাড়ি) থেকে হেলিমা বেগমকে উদ্ধার করে এবং ওই রাতেই প্রেমিক নিজাম সহ হেলিমাকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়। এরপর তারা দু’জনই বিবাহ উপযুক্ত হওয়ায় তাদের নিজ নিজ পরিবারের সম্মতিতে সোমবার বিকেল ৪টায় তিন লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে এই প্রেমিক জুটির বিয়ে সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, প্রেমিক জুটিকে উদ্ধারের পর তাদের উভয়ের পরিবারের সদস্যদের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।