বুধবার ● ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছেলেধরা গুজব ঠেকানোর জন্য প্রচারণায় কাউখালী থানা পুলিশ
ছেলেধরা গুজব ঠেকানোর জন্য প্রচারণায় কাউখালী থানা পুলিশ
কাউখালী প্রতিনিধি :: ‘ছেলেধরা’ গুজব ঠেকাতে রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় ব্যাপক প্রচারণা শুরু করেছে কাউখালী থানা পুলিশ। মাইকিং পথসভা, বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পুলিশ গুজব শুনে আইন হাতে তুলে না নেওয়ার জন্য সাধারন মানুষকে অনুরোধ করছে পুলিশ।
জানা যায়, বেশ কিছুদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ গ্রুপ পদ্মা সেতু আমাদের জাতির দির্ঘদিনের আশা আকাংখার প্রতিক। রাষ্ট্রের অথনৈতিক উন্নয়নে এর ভুমিকা অপরিসিম। যারা পদ্মা সেতুর মতো এমন একটি সুন্দর বিষয়কে অসুন্দর করার জন্য অপপ্রয়াসে এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য সারা দেশের ন্যায় কাউখালী থানা পুলিশও বদ্ধপরিকর। কাউখালী থানা পুলিশ ইতিমধ্যে এসব গুজবের ব্যাপারে এলাকাবাসিকে সতর্ক করার জন্য এসব গুজব কারা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করুন এবং আইন শৃংখলা বাহিনীকে খবর দিন এবং তাদের পুলিশের হাতে তুলে দিন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় আইনশৃংখলা বাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বলে জানা যায়। প্রয়োজনে ৯৯৯ নম্বারে কল করে তাদের তথ্য দিন। ‘ছেলেধরা’ গুজবে কান দিয়ে কাউকে আহত করা কাউকে প্রহার করা বা কাউকে শাস্তি দেওয়া চরম অন্যায় এবং গর্হিত অপরাধ।
এদিকে আজ বুধবার ২৪ জুলাই কাউখালী থানা পুলিশের তত্ত্ববধানে এসআই মো. হারুনের নেতৃত্বে দিনব্যাপি উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় এবং উপজেলার বিভিন্ন স্কুলে জনসচেতনতামুলুক সভা হয়েছে। এবং এই কার্য্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়। মাইকিং এ প্রচার কার্য্যক্রমে বলা হয় যে, ছেলেধরা গুজব সৃষ্ঠিকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহবান জানানো হয়েছে। অহেতুক গুজবে বিশ্বাস করে আইন হাতে তুলে না নেওয়ার কথাও বলা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা বেশ কয়েকদিন যাবত কাউখালী উপজেলা বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায়, বিভিন্ন বিদ্যালয়ে মাইকিং এবং জন সচেতনতামুলুক কার্য্যক্রম চালিয়ে যাচ্ছি। সাধারন জনতাকে অহেতুক গুজব বিশ্বাস না করতে আমরা এ ধরনের পদক্ষেপ নিযেছি। এছাড়াও আমাদের পুলিশের পক্ষ হতে পুলিশ টিম বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে প্রচারণা চালচ্ছে। তাছাড়া কাউখালী উপজেলার পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাউখালী সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরান পোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোয়াপাড়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়,নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী, অভিভাবকদের সংগে পুলিশের মতবিনিময় হয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
পরিশেষে কাউখালী উপজেলার সচেতন মহলের বিশ্বাস যে পুলিশ এবং স্থানীয় প্রশাসন যেভাবে ছেলেধরা গুজবকে গুরুত্ব দিয়ে প্রচার এবং বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন বিদ্যালয়ে জনসচেতনতামুলুক কার্য্যক্রম চারিয়ে যাচ্ছেন তাতে সাধারন জনসাধারন অনেক সচেতন হবে বলে সংশ্লিষ্ঠ সকলের বিশ্বাস।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি