মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে শ্রমিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ
রাজশাহীতে শ্রমিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল চালু ও আট শ্রমিকদের মুক্তির দাবিতে ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা।
আজ মঙ্গলবার দুপুরে নগরের হড়গ্রাম কোর্ট স্টশন মোড় থেকে রাজশাহীর বালু ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা ডিসি অফিস চত্বরের প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানে তারা অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে চারজন বালু ব্যবসায়ী গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন। স্মারকলিপিতে দ্রুত বালুমহাল চালু ও শ্রমিকদের মুক্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বালু ব্যবসায়ী বাবর আলী, হাসান আলী, মাহাফুজুর রহমান, মাসাদুল ইসলাম স্বপন, আব্দুর সাত্তার, জহির উদ্দিন কেতু, সাইফুর ইসলাম, খায়রুল বাশার, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল, জনি ইসলাম প্রমুখ।
সমাবেশে বালু ব্যবাসয়ী বাবর আলী বলেন, জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারা নেয়া বৈধ বালুমহালটি বন্ধ দিয়ে প্রায় এক হাজার শ্রমিককে কর্মহীন করে দিয়েছে। এছাড়াও এ বালুমহালের সঙ্গে জড়িত ৮০ জন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈধ বালুমহাল থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বিনা অপরাধে তারা এখন কারাগারে। তাদের জামিনের আবেদন করার জন্য ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি প্রয়োজন। কিন্তু সেটি আমাদের দেয়া হচ্ছে না। দ্রুত বালুমহালটি চালু করাসহ শ্রমিকদের মুক্তির দাবি জানান এই বালু ব্যবসায়ী।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ইজারা দেয়া চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল বন্ধ করে দেয়। এ সময় সেখান থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
‘চলতি বছর দরপত্র প্রতিযোগিতার মাধ্যমে ‘মেসার্স আমিন টেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান পদ্মা নদীর চরশ্যামপুর ও চরখিদিরপুর মৌজার ১২০ একরের বালুুমহাল দুই কোটি দুই লাখ টাকায় ইজারা নেয়। দরপত্রের নিয়ম অনুযায়ী ইজারার অর্থ জেলা প্রশাসনে পরিশোধ করা হয়।
গত ১৪ এপ্রিল জেলা প্রশাসনের কর্মকর্তারা লাল নিশান টাঙ্গিয়ে দিয়ে চিহ্নিত করে এই বালুমহালটি বুঝিয়ে দেয়া হয়। এর পর থেকে জেলা প্রশাসনের বুঝিয়ে দেয়া লাল নিশানের ভিতর চরশ্যামপুর মৌজা থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এছাড়াও বালু পরিবহনের জন্য কাজলা মৌজায় তালাইমারি সড়ক ব্যবহারের জন্য সিটি করপোরেশন থেকে টোল ইজারা নেয়া হয়।
পুঠিয়াতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
রাজশাহী :: পরিকল্পিত ফল চাষ, যোগান পুষ্টি সম্মত খাবার’ স্লোগানকে ভিত্তি করে রাজশাহী জেলার পুঠিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ কর্তৃক ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে ।
আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান,শুভেচ্ছা বক্তবদেন কৃষি অফিসার একেএম মনজুরে মাওলাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ।
অন্যদের মধ্যে শিক্ষক, সাংবাদিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবিও উপস্থিতি ছিলেন।