মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » দেশকে এগিয়ে নিতে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক নওগাঁ
দেশকে এগিয়ে নিতে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক নওগাঁ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষাই যেহেতু জাতির মেরুদন্ড, তাই শিক্ষা ব্যবস্থা যত ও শিক্ষা কার্যক্রম যত উন্নত হবে জাতি হিসেবে আমরা তত উন্নত হবো। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দ্বারা। তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। মাদক নির্মূলে সরকার অত্যন্ত আন্তরিক। তাই আমাদেরকেও সভ্য জাতিসত্বা গড়তে মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি সাম্প্রতিক গুজবের বিষয় উল্লেখ করে বলেন, যারা সরকারের উন্নয়নকে সহ্য করতে পারছেন না তারাই কাল্লা কাটার গুজব ছড়িয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে চাচ্ছে এবং মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তিনি আজ মঙ্গলবার নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আত্রাইয়ের বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সূধীজনদের সাথে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংবাদিক মুজাহিদ খান, একেএম কামাল উদ্দিন টগর প্রমুখ।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার আত্রাই পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থা নামের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার জালুপৌঁতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, সংস্থার পরিচালক এসএম হাসান সেন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ওই বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মাছে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
৫০৪ বোতল এ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫০৪ বোতল এ্যালকোহলসহ পলাশ চন্দ্র প্রামানিক (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত পলাশ উপজেলার শাহাগোলা গ্রামের মুরারী চন্দ্র প্রামানিকের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত পলাশ দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআই হাইদার সঙ্গীয় ফোর্সসহ শাহাগোলা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫০৪ বোতল এ্যালকোহলসহ তাকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।