বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » তথ্যমন্ত্রী ইনুকে রাঙামাটিতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা
তথ্যমন্ত্রী ইনুকে রাঙামাটিতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা
ষ্টাফ রিপোর্টার :: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সম্মানে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে৷
বৃহসপতিবার ১৪ জানুয়ারী পার্বত্য জেলা রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ বছর পুর্তিতে প্রধান অতিথি হয়ে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টার যোগে স্বস্ত্রীক রাঙামাটি সার্কেট হাউজ হেলিপ্যাডে পৌঁছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ তথ্য মন্ত্রীকে নিয়ে বেলা সোয়া ১২ টায় রাঙামাটি সার্কিট হাউস সংলগ্ন হেলিপ্যাডে অবতরন করেন বেসরকারী প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার৷ এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ফুল দিয়ে স্বাগত জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলার ভারপ্রপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী (রাজস্ব),জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সহসাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুঁই চাকমা ও জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) নেতৃবৃন্দ প্রমুখ৷
সার্কিট হাউসে প্রবেশের পূর্বে মহিলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে এসময় ভারপ্রপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী ও জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান সালাম গ্রহন করেন৷ রাঙামাটি সার্কিট হাউসে প্রবেশের সময় তিনি রাঙামাটি পার্বত্য জেলা বাসীর খবরাখবর নেন এবং উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন৷ এসময় রাঙমাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহ সভাপতি কাজী আব্দুর রউফ, সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুঁই চাকমা, সদস্য আবুল কাসেম প্রমুখ উপস্থিত থেকে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে ক্রেষ্ট সম্মাননা প্রদান করেন৷
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলার ভারপ্রপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী (রাজস্ব),জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শাহজাহান মোলস্না ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
রাঙামাটি সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে তিনি পুর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগদান করার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্দেশ্যে সার্কিট হাউজ ত্যাগ করেন৷
আপলোড : ১৪ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.০০ মিঃ