শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » রাজাকার মুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহবান
রাজাকার মুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহবান
ঈশ্বরদী প্রতিনিধি :: শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার নিশ্চিত করণ ও রাজাকার মুক্ত দেশ গঠণে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী এ্যাড. রবিউল আলম বুদু। আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদীর সাহাপুরের নিজ বাড়িতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্য এবং ঈশ্বরদীর সকল প্রয়াত ব্যাক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামীলীগ নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে মহিদুল ইসলাম, আশরাফুজ্জামান উজ্জ্বল, এএআজাদ হান্নান,ফিরোজুল ইসলাম জুয়েল ও মাওলানা আক্তারুজ্জামান বাবুলসহ অন্যরা বক্তব্য দেন। এসময় ঈশ্বরদী-আটঘরিয়া এলাকার বিশিষ্ট ব্যক্তি, আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল এবং কবর যিয়ারতের মাধ্যমে বঙ্গবন্ধুসহ সকল প্রয়াত ব্যাক্তিদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ্যাড. রবিউল আলম বুদু তার বক্তৃতায় বলেন, পাকিস্তানী জোট ক্ষমতায় আসার পরে ১ লক্ষ ২৬ হাজার লোককে হত্যা ও লক্ষ লক্ষ মানুষকে কারাগারে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ দেশ উন্নত হতে চলেছে এমন সময় আমাদের শোক দিবস পালন করতে হচ্ছে। তিনি শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার নিশ্চিত করণ ও রাজাকার মুক্ত উন্নত দেশ গঠণে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার সকলের প্রতি আহবান জানান। পরে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।