শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে আহত-২৫
বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে আহত-২৫
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান সদর উপজেলার রেজা এলাকায় বান্দরবান-কেরানীহাট কেরানীহাট সড়কে পর্যটকবাহী বাস এর সাথে অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইছা ঢালু রাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া হতে একটি পর্যটকবাহী বাস বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ শেষে তাদের নিজ গন্তব্যে ফেরার পথে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইছা সেনাবাহিনীর চেকপোস্ট এর কাছাকাছি ঝুঁকিপূর্ণ ঢালু সড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিলে সংঘর্ষ হয় এসময় পর্যটকবাহী বাস রাস্তার মধ্যে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান জেলার পার্শ্ববর্তী কেরানীহাট এর আশশেফা হাসপাতলে ভর্তি করা হয়।
এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করতে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম দ্রুতগতিতে যাওয়ার সময় বান্দরবান-কেরানীহাট সড়কের কানাপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাড়িতে থাকা একটি জেনারেটর আগুন ধরে পুড়ে যায়। এ দুর্ঘটনার পর বান্দরবান কেরানীহাট সড়ক দীর্ঘ পাঁচ ঘন্টার মত বন্ধ থাকার কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে বান্দরবান ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (ওসি) সালাউদ্দিন মামুন বলেন, বান্দরবান-কেরানিহাট সড়কের রেইছা সেনাবাহিনীর চেকপোস্ট এর কাছাকাছি ঝুঁকিপূর্ণ ঢালু সড়কে একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে সংঘর্ষ হয়ে পর্যটকবাহী বাস রাস্তার মধ্যে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী সহ আমরা আহতদের উদ্ধার করে হাসপাতলে পাঠিয়েছি। এখনো পর্যন্ত কেউ নিহত হয়নি ও দুর্ঘটনায় কবলিত বাস ও ফায়ার সার্ভিসের গাড়ি রাত থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।