রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত : ঘাতক ভাই গ্রেফতার
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত : ঘাতক ভাই গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে নেশাগ্রস্ত ছোট ভাই ইসরাইল হোসেনের ছুরিকাঘাতে গতকাল শনিবার রাত ১০টায় বড় ভাই ইসমাইল হোসেন(৩৮)নিহত হওয়ার ঘটনায় ঘাতক ছোট ভাই ইসরাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার বোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মিল-চাতাল ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে ইসরাইল হোসেন(৩০)এর স্ত্রীকে নেশাগ্রস্থ স্বামী প্রায়ই মারপিট করতো, এ বিষয় নিয়ে শনিবার রাত ১০ টার দিকে তাদের বাড়ীতে ছোট ভাই ইসরাইল (৩০)মোজো ভাই ইউসুফ (৩৪) ও বড় ভাই ইসমাইল হোসেন(৩৮)সহ কয়েকজন মিলে বৈঠক করছিল,এরি এক পর্যায়ে বৈঠকের রায় ছোট ভাই ইসরাইল হোসেনের বিপক্ষে যাওয়ায় ইসরাইল হোসেন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে বড় ভাই ও মেজো ভাই কে এলোপাথারী কোপালে এতে বড় ভাই ইসমাইল ও মেজো ভাই ইউসুফ গুরুতর আহত হয়।এই অবস্থায় স্থানীরা আহত দুই ভাইকে চিকিৎসার জন্য বগুরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরনে রাত ১১টার দিকে বড় ভাই ইসমাইল হোসেন মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ইসরাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।ও এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
গাইবান্ধায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
গাইবান্ধা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দুপুরে আসাদুজ্জামান স্কুল ও কলেজে খাদ্য বিতরণের বিশেষ কর্মসূচি পালন করা হয়।
পৌর শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সাহরিয়ার খান বিপ¬ব, সাইফুল আলম সাকা, হাসান মাহমুদ সিদ্দিক, শাহ শরিফুল ইসলাম বাবলু, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু, মৃদুল মোস্তাফি ঝন্টু, মাহবুব আলম কোর্ট, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, গোলাম মারুফ মনা, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, মোস্তাক আহমেদ রঞ্জু, আব্দুল লতিফ আকন্দ, আসিফ সরকার, মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।
সুন্দরগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী আট দিন পর উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অপহৃত এক স্কুল ছাত্রীকে আট দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। মামলা সুত্রে জানা গেছে গত ১১ আগস্ট সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিসামত সর্বানন্দ গ্রামের আব্দুর রউফ মিয়ার কন্যা ও রামদেব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী সুফিয়া আকতার আলোকে প্রতিবেশি নাজিম উদ্দিনের ছেলে ছানোয়ারুল ইসলাম অপহৃরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজা খুঁজির পর মেয়েকে না পেয়ে থানায় অভিযোগ করে। মেয়ের বাবা জানান দীর্ঘদিন থেকে তার মেয়েকে স্কুল যাওয়ার পথে যৌন হয়রানি করত। বিষয়টি ছেলের পরিবারকে জানান হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। পুলিশ দীর্ঘ আট দিন পর গত শনিবার গোপন সংবাদের ভিত্তিত্বে কুড়িগ্রাম হতে মেয়েকে উদ্ধার করে। মামলা তদন্তকারি কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম জানান আসামিকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আব্দুস সোবহান জানান অতিদ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।