সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিষ্ফোরনে ২ সেনা সদস্য আহত
রাঙামাটিতে সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিষ্ফোরনে ২ সেনা সদস্য আহত
কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজলায় গতকাল রবিবার সকালে সেনাবহিনীর একটি টহল দলের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সেনাবাহিনীর সৈনিক মো. নাসিম (১৯) গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আহত হয়েছেন আরো একজন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে গিয়ে মাটিতে পুতে রাখা মাইন বিষ্ফোরন হয়ে ক্যাপ্টেন মেহেদি ও সৈনিক মুহসীন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এই ঘটনায় রাঙামাটি-চন্দ্রঘোনা-রাজস্থলী ও রাজস্থলী-বান্দরবান সড়কে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আতঙ্কে ঘর থেকে তেমন কাউকে অপ্রয়োজনে বের হতে দেখা যায়নি। এদিকে গতকাল রবিবার বিকেল থেকেই রাঙামাটি জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েত কাওছারের নেতৃত্বে কাপ্তাই, চন্দ্রঘোনা ও রাজস্থলী এলাকায় টহল, ৭টি চেকপোস্ট ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসময় কাপ্তাই থানা, চন্দ্রঘোনা থানা ও রাজস্থলী থানার পুলিশ সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েত কাওছার বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিকেল থেকে সেনাবিহিনীর পাশাপাশি পুলিশের টহল জোড়দার করা হয়েছে। ৭টি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। চালানো হচ্ছে অভিযান। তবে এখনো কাউকে আটক করা যায়নি।