শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় চার দিন পর অপহৃত আরেক জীপ চালককে মুক্তি দিল সন্ত্রাসীরা
রুমায় চার দিন পর অপহৃত আরেক জীপ চালককে মুক্তি দিল সন্ত্রাসীরা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে অপহৃত জীপ চালক বাসু কর্মকারকে চারদিন পর মুক্তি দিলো পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। আজ শুক্রবার ২৩ আগস্ট দুপুর দেড়টার দিকে তাকে ছেড়ে দেয় বলে জানান তার স্ত্রী পলি কর্মকার। তবে সে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।
জানা যায়, গত সোমবার রুমা বাজার দিন হওয়ায় বাজারে আসা যাত্রীদের মুন্নুয়াম পাড়ায় পাঠিয়ে ফেরার পথে উপজেলার সদর ইউনিয়নের মিনঝিড়ি পাড়া মুখ থেকে অস্ত্রের মুখে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা তিনটি জীপ গাড়ীর ৩ জন চালককে অপহরণ করে নিয়ে যায়। পরে ৩ জীপ চালকের মধ্যে ২ চালক পালিয়ে আসার পর সন্ত্রাসীদের হাতে জিম্মি অপর জীপ চালক বাসু কর্মকারকে মুক্তি দিতে নয় লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে পরিবারের কাছে ফোন করে সন্ত্রাসীরা।
এদিকে, এই ঘটনার পরে পালিয়ে আসা দুই চালককে নিয়ে উদ্ধার অভিযানে নামে যৌথবাহিনী। পরে পরিবারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হলে শুক্রবার ( দুপুর চারটার দিকে জীপ চালক আশু কর্মকারকে ছেড়ে দেন সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা রুমা জোনে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে রুমা উপজেলার জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, জীপ চালক বাসু কর্মকারকে ছেড়ে দিয়েছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। তার সাথে আমার কথা হয়েছে সে বর্তমানে সুস্থ রয়েছে।
এ বিষয়ে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) নজরুল ইসলাম বলেন, জীপ চালক বাসু উদ্ধার হয়েছে শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গত (১৯ আগস্ট) রুমা উপজেলার মিনঝিড়ি পাড়া মুখ থেকে অস্ত্রের মুখে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা বাসু কর্মকার (৩২), নয়ন জলদাস (২৯) এবং মো. মিজান (৩০), এই তিন জীপ গাড়ীর চালককে অপহরণ করে নিয়ে যায়। পরে (২০ আগস্ট) তাদের মুক্তির জন্য ৯ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন সন্ত্রাসীরা। এর পরে (২১ আগস্ট) আপাতত দুই চালক সন্ত্রাসীদের হাত থেকে কৌশলে থেকে পালিয়ে আসে মো. মিজান ও নয়ন জলদাস। বাসু কর্মকারের মুক্তির জন্য ঐ নয় লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে সন্ত্রাসীরা। সর্বশেষ যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে টিকতে না পেরে আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে জীপ চালক বাসু কর্মকারকে ছেড়ে দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা।