বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম হাসপাতালে ভর্তি
গাজীপুরে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম হাসপাতালে ভর্তি
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাদপুর উচ্চ বিদ্যালয়ের মিথুন নামে ৯ম শ্রেনীর এক ছাত্রকে ধর্ম শিক্ষক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে৷ পরে ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় রাতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ তার শরীরে প্রায় ২২টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতালে সুত্রে জানান যায়৷জানা যায়, মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি শেষে মিথুন সহ আরো কয়েকজন ছাত্র সাথে নিয়ে মাঠে খেলা করছিল এক পর্যায়ে ছাত্ররা মাঠের কোনায় আগুন জালিয়ে আগুন পোহাতেছিল৷ হটাত্ স্কুলের ধর্ম শিক্ষক মো. সাইখুল ইসলাম লাঠি নিয়ে এসে মিথুনকে ধরে বেদম প্রহার করে৷ এ সময় অন্য ছাত্ররা দৌড়ে পালিয়ে গেলে ওই শিক্ষক মিথুনকে ধরে মাটিতে ফেলে পিটাতে থাকে এক পয্যায়ে মিথুন মাটিতে লুটিয়ে পড়ে চিত্কার করতে থাকলেও পাষান্ড শিক্ষক আরো বেপরোয়া হয়ে উঠে অনবরত আঘাত করতে থাকে৷ পরে তাকে মাঠে ফেলে দিয়ে চলে যায়৷ অন্য ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে মিথুনের ভাই প্রসেনজিত্ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান৷ এ ঘটনায় এলাকার সাধারন ছাত্রছাত্রীদের ও অভিবাকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷
স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম স্কুলে গিয়ে শিক্ষকের বিরম্নদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷
স্কুলের সভাপতি মিজানুর রহমান বলেন, ঘটনা জানার পর ছাত্রকে দেখতে গিয়েছিলাম শিক্ষকের বিরুদ্ধে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহন করব৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি৷ উলেস্নখ থাকে যে ওই শিক্ষক এর আগেও ৯ম শ্রেনীর এক ছাত্রীকে পিটিয়ে জখম করে৷ বর্মানে ওই ছাত্রী এখনো চিকিত্ধীন রয়েছে৷ অভিযুক্ত ধর্ম শিক্ষক মো. সাইখুল ইসলাম গা ঢাকা দিয়েছে৷
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এমও জানান জানান , রোগী ভর্তির পর শরীরিক অবস্থার উন্নতি হয়েছে৷
মিথুনের মা দিপালী সরকার জানান, আমার ছেলেকে ওই শিক্ষক বিনা কারণে মারধোর করেছে৷ আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি৷
তিনি আরো অভিযোগ করেন স্কুলের সভাপতি মিজান মাস্টার ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান৷