মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু ৪ বছরেও নির্মাণ হয়নি
গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু ৪ বছরেও নির্মাণ হয়নি
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারের সাথে গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন হয়ে জেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারি স্কুলের বাজার সংলগ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত সেতুটির ৪ বছরেও পুনঃ নির্মাণ করা হয়নি। ফলে ফুলছড়ির সাথে গাইবান্ধার বিকল্প ওই সড়কে যানবাহন ও পথচারি চলাচল বন্ধ হয়ে গেছে। এতদঞ্চলের জনগণকে মালামাল পরিবহনসহ দ্রুত ফুলছড়ি উপজেলার সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে না। গাইবান্ধা থেকে ঘুর পথে যাতায়াত করতে গিয়ে এক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সেতুটি ২০১৫ সালের বন্যায় পানির তোড়ে ভেঙ্গে যায়। এরপর থেকেও এলাকার জনগণের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে একাধিকবার সেতুটি নির্মাণের দাবি জানানো হয়। এতদসত্ত্বেও এখন পর্যন্ত সেতুটি পুনঃ নির্মাণ করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। গুরুত্বপূর্ণ এই সড়কটি সচল রাখতে স্থানীয়ভাবে একটা কাঠের সেতু তৈরি করা হলেও সেটির অবস্থা এখন নড়বড়ে এবং তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।